X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আলোচনায় পলকের ঈদের পোশাক

চৌধুরী আকবর হোসেন
১৫ মে ২০২১, ১৭:০৮আপডেট : ১৫ মে ২০২১, ২০:০৭

এমপি, মন্ত্রীরা দেশ-বিদেশের নামি-দামি ব্র্যান্ডের পোশাক পরেন এমন ধারণাই জনমনে। সংস্কৃতি-বিনোদন জগতের তারকাদের পোশাক নিয়ে বিস্তর আলোচনা হরহামেশাই। তবে রাজনীতির মাঠের তারকাদের পোশাক নিয়ে খুব একটা আলোচনা হয় না। তবে এবার ঈদে আলোচনায় একজন প্রতিমন্ত্রী ও তার পরিবারের ঈদের পোশাক।

বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার পরিবারের কথা। আলোচনার সূত্রপাত পলক নিজেই করেছেন। ঈদের দিন ফেসবুকে স্ত্রী আরিফা জেসমিন কনিকা, সন্তানদেরসহ নিজের ছবি পোস্ট করেছেন। যেখানে তারা হ্যান্ড পেইন্টের পোশাক পরা। কিন্তু আলোচনা কেন, তারা কী খুব দামি পোশাক পরেছেন? বিদেশি ব্র্যান্ডের পোশাক পড়েছেন?  না, তারা দেশি ক্ষুদ্র উদ্যোক্তার তৈরি করা পোশাক কিনেছেন।

ঈদের দিন দুপুরে ফেসবুকে উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) গ্রুপে প্রথমে পোস্ট করেন জুনাইদ আহমেদ পলক। তারপর বিকালে পোস্ট করেন নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে। ‘উই’র করা পোস্টে পলক লিখেন, ঈদ মোবারক। ঈদের আনন্দ আয়োজন হোক ঘরে। কেনাকাটা অনলাইনে। ধন্যবাদ অন্দরমহলকে ঈদের এই পোশাকগুলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সিংড়ায় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। প্রায় একই কথা লিখে বিকালে নিজেদের ছবিসহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন জুনাইদ আহমেদ পলক।

এরপরই শুরু হলো আলোচনা। উই (উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম)-এর গ্রুপে পলকের পোস্টে ১৭শ’র বেশি মানুষ কমেন্ট করেন।

আলোচনায় পলকের ঈদের পোশাক

জানা গেছে, দেশে ফেসবুক গ্রুপগুলোর মধ্যে হালের আলোচিত নাম উই (উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম)। নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্মটির সদস্য সংখ্যা ১১ লাখের বেশি। যাদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা, ক্রেতা সবাই। সেখানে যুক্ত আছেন ফৌজিয়া সুলতানা, হ্যান্ড পেইন্ট নিয়ে তার উদ্যোগ ‘অন্দরমহল’।

প্রতিমন্ত্রীর ফেসবুকে পোস্টের পর ব্যাপক সাড়া পেয়েছেন ফৌজিয়া সুলতানা। তিনি জানিয়েছেন, গতকাল থেকে ইনবক্সে একটা পাঞ্জাবি চাচ্ছেন সবাই। ছবি দিয়ে ইনবক্স করছেন কাপল সেটের জন্য। সবাই এত পছন্দ করেছেন পলক স্যার ও কনিকা ম্যামের এই ড্রেস। এটা ম্যাম নিজের পছন্দে করিয়েছিলেন।

এদিকে উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরামের গ্রুপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ জানাচ্ছেন সদস্যরা। একই সঙ্গে অন্দরমহলের উদ্যোক্তাকেও অভিনন্দন জানিয়ে পোস্ট কমেন্ট করেছেন অনেকেই।

মাশিয়াত শাবনুর লিখেছেন, সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে ফোনটা হাতে নিয়ে বসেছি। ঠিক তখনই চোখে পড়লো অন্দরের পোশাকে মন্ত্রী পরিবার। দেখেই এত খুশি লাগলো। সত্যিই আমরা গর্বিত।

কানিজ ফারহীন পান্থি লিখেছেন, খুবই ভালো লাগলো ঈদের দিনে আইসিটি প্রতিমন্ত্রী এবং উনার পরিবারকে হ্যান্ড-পেইন্টের পোশাকে ঈদ করতে দেখে। যেটা কিনা আমাদের উই’র, দেশীয় পণ্য। ভাবতে দারুণ লাগে কীভাবে আমাদের দেশীয় পণ্যের ইন্ডাস্ট্রির ভিত দিনকে দিন শক্তিশালী হচ্ছে।

 

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ডিজিটাইজেশন বাংলাদেশের অগ্রগতির লাইফলাইন: পলক
রাঙামাটিতে ১০০ কোটি টাকায় নির্মাণ হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার
টিভি চ্যানেলের বেআইনি ফিড দিলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা