X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দূরপাল্লার বাস কি চলবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২১, ১৯:০১আপডেট : ১৫ মে ২০২১, ২১:০০

আন্তজেলা বাস সার্ভিস বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে লঞ্চ সার্ভিসও। কিন্তু এই দুটি গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হবে কিনা তা বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। অথচ সব বাধা উপেক্ষা করে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে গ্রামে গেছেন নাড়ির টানে। ধারণা করা হচ্ছে, জীবিকার প্রয়োজনে তারা একইভাবে রাজধানীতে ফিরে আসবেন। এ নিয়ে উদ্বিগ্ন সরকারের নীতিনির্ধারকরা। কিন্তু কীভাবে এই জনস্রোত ঠেকানো যায় তা নিয়ে নতুন কোনও নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত পাইনি। আশা করছি সরকার ইতিবাচক কোনও সিদ্ধান্ত দেবে। আমরা আবারও সরকারকে আশ্বস্ত করতে চাই, লাখ লাখ পরিবহন শ্রমিক ও মালিকদের কথা বিবেচনা করে সরকার যদি দূরপাল্লার গাড়ি চালানোর অনুমতি দেয় তাহলে আমরা স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করেই গাড়ি রাস্তায় নামাবো। দুই সিটে একজন যাত্রী বহন করবো। মাস্ক নিশ্চিত করবো। স্যানিটাইজারও নিশ্চিত করবো।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে বিদ্যমান শর্তে চলমান বিধিনিষেধের মেয়াদ আবারও ৭ দিন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সম্মতিও পাওয়া গেছে। বিদ্যমান শর্ত বলবৎ রেখে আগামী ২৩ মে রবিবার মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। কাল রবিবার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিদ্যমান শর্তই বহাল থাকবে। তিনি আরও জানিয়েছেন, যেভাবে মানুষজন বাড়ি গেছে, তাতে ২১ মে’র পর থেকে করোনা সংক্রমণ বাড়বে তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়। আমরা এই জনস্রোত নিয়ে রীতিমতো উদ্বিগ্ন।

অপরদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের মতো ঈদের পরে কর্মস্থলে ফিরে আসার যাত্রায় বাঁধভাঙা জনস্রোতের আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেছেন, গাদাগাদি করে চলার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শনিবার (১৫ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব আশঙ্কার কথা জানান তিনি।

সরকারের পক্ষ থেকে এসব আশঙ্কার কথা জানালেও এই বিশাল সংখ্যার মানুষ কীভাবে রাজধানীতে ফিরবেন বা কীভাবে গাদাগাদি পরিস্থিতি ঠেকানো যায় তা নিয়ে কোনও সিদ্ধান্তই হয়নি বলে জানা গেছে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
প্রথমবার লকডাউন চীনের বাণিজ্যিক শহর সাংহাই
প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি
একজনের ওমিক্রন শনাক্তের পর পুরো বিল্ডিং লকডাউন
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া