X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাস নেই তবুও রাজস্ব কমেনি পাটুরিয়া নৌঘাট কর্তৃপক্ষের

মতিউর রহমান, মানিকগঞ্জ
১৫ মে ২০২১, ১৯:৫৪আপডেট : ১৫ মে ২০২১, ১৯:৫৪

চলমান লকডাউনে করোনা সংক্রমণ ঠেকাতে মহাসড়কে দূরপাল্লার বাস, মিনিবাস চলাচলে চলছে নিষেধাজ্ঞা। এর ভেতরেই এসে গেছে ঈদুল ফিতর। তবে এই ঈদ পূর্বযাত্রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘটে রাজস্ব আদায়ে প্রভাব পড়েনি। সরকারি সংস্থাটি রাজস্ব আয় করেছে ২ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এর মধ্যে  শুধু ঈদের আগের তিন দিনেই সরকারের এক কোটি ৭৫ লাখ ৩৪২ টাকা রাজস্ব আদায় হয়েছে।

বিআইডব্লিউটিসির সূত্র মতে, পাটুরিয়া থেকে দৌলতদিয়া রুটে গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত ট্রাক পার হয়েছে ৬ হাজার ৫৯টি, প্রাইভেট কারসহ ছোট গাড়ি ১৯ হাজার ৯৭৪টি। এছাড়া মোটরসাইকেল পার হয়েছে ৫ হাজার ৮৯৪টি। এসব পরিবহন পার করার সময় পাওয়া টিকিটের মূল্য থেকে বিআইডব্লিউটিসির আয় হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

বিআইডব্লিউটিসি’র আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান ও সহকারী ব্যবস্থাপক বাণিজ্য মহিউদ্দিন রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

ঈদের আগে তিনদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পার হয়েছেন ঘরমুখো মানুষ। করোনা সংক্রমণ এড়ানোর জন্য ঈদে বাড়ি ফেরা নিরুৎসাহিত করতে প্রথম দিকে দিনে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তখন শুধুমাত্র জরুরি সেবার গাড়িগুলো পদ্মা পার করার জন্য দুই-একটি ছোট ফেরি চালু ছিল বলে দাবি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের। এ অবস্থায় ওই ফেরিগুলোতেই হুড়োহুড়ি করে ভিড় করেন ঘরমুখো যাত্রীরা। যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে এক ট্রিপে ফেরিগুলোতে দুই-একটির বেশি জরুরি সেবার গাড়ির ঠাঁই হতো না।

পরে অবস্থা বুঝে দিনেও ১৬টি ফেরি চালু রাখা হয়। ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীদের জন্য দিনের বেলায় ফেরি চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রতি বছরের মতো এ ঈদেও পাটুরিয়া ফেরি ঘাট হয়ে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ ব্যক্তিগত গাড়ি নিয়ে বা কোনও গাড়ি ছাড়াই পদ্মা পার হয়েছেন। এছাড়া সাধারণ পণ্যবোঝাই ট্রাকও পার হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র মতে, ৭ মে এই ঘাটের ফেরিগুলো দিয়ে পার হয়েছে মোট ৪ হাজার ৫৪৫টি গাড়ি। এতে আয় হয়েছে ৩৬ লাখ ৩৭ হাজার টাকার বেশি। এছাড়া ৮ মে মোট গাড়ি পার হয়েছে ৩ হাজার ৬৮টি আর আয় হয়েছে ২৫ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ৯ মে পাটুরিয়া ঘাট দিয়ে ফেরিতে গাড়ি পার হয়েছে ৩ হাজার ৬৫৯টি। আর এতে আয় হয়েছে ২৬ লাখ ৭৪ হাজার টাকার বেশি। এছাড়া ১০ মে পাটুরিয়া ঘাট হয়ে যানবাহন পার হয়েছে ৩ হাজার ৮৮৫টি। আর এতে সরকার রাজস্ব পেয়েছে ২৬ লাখ ৭৪ হাজর ৯৮৪ টাকা। পরদিন ১১ মে যানবাহন পার হয়েছে ৪ হাজার ২৪২টি। আর সরকার রাজস্ব পেয়েছে ২১ লাখ ৭৬ হাজার ১০৪ টাকা এবং ১২ মে যানবাহন পার হয়েছে সবচেয়ে বেশি ৯ হাজার ২৬৩টি। এদিন সরকার রাজস্ব পেয়েছে সর্বোচ্চ ৪৯ লাখ ২৪ হাজার ২৫৪ টাকার। তবে ১৩ মে পার হয়েছে ২ হাজার ৯৯৪টি গাড়ি। আর এতে আয় হয়েছে ১৭ লাখ ৫৯ হাজার ২২৮ টাকা।  

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, ঈদপূর্ব সাত দিন বিআিইডব্লিউটিসির আয় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৬৩১ টাকা। তিনি এই পথে ঈদফেরত যানবাহন থেকেও এমন একটি রাজস্ব পাওয়ার আশা করছেন।

/টিএন/      
সম্পর্কিত
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বিআইডব্লিউটিসি’তে নতুন চেয়ারম্যান
সর্বশেষ খবর
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে