X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পাঁচ কিশোরকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি
১৭ মে ২০২১, ০৮:৪২আপডেট : ১৭ মে ২০২১, ০৮:৪২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার বিন্দি জাল চুরির অভিযোগে ৫ কিশোরকে রশি দিয়ে বেঁধে নির্যাতন এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৬ মে) বেলা ১১টায় উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের জেলেপাড়ার গ্রাম্য সালিশে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে নির্যাতনের এক মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে তা জেলা পুলিশ প্রশাসনের চোখে পড়ে। পরে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে হাতিয়া থানা পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে।

নির্যাতনের শিকার কিশোররা হলো উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের জেলেপাড়ার বাসিন্দা কিরণ জলদাস (১৫), সমূল্য জলদাস (১৫), সহদেব জলদাস (১৫), রতন জলদাস (১৬) ও শিশুপদ জলদাস (১৬)। আটককৃতরা হলো শুল্লুকিয়া গ্রামের জেলে পাড়ার মাতব্বর শ্রীহরি জলদাস, নেপাল জলদাস, বিধান জলদাস ও রায় মোহন জলদাস। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জেলেপাড়ার নারী-পুরুষের সামনে ৫ কিশোরকে লাঠিপেটা করা হচ্ছে। এ সময় ওই ৫ কিশোর এবং তাদের পরিবারের নারী সদস্যরা আহাজারি করে তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানান। কান্নারত  নারীরা এগিয়ে এলে তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।

চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহাম্মেদ জানান, গত কয়েক দিন আগে ৫ কিশোর মিলে এক জেলের একটি বিন্দি জাল চুরি করে পাশের সোনাদিয়া ইউনিয়নের এক জেলের কাছে বিক্রি করে দেয়। পরে ওই জাল উদ্ধার করে শনিবার (১৫ মে) বিকালে মালিককে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে জেলে পাড়ার মাতব্বর শ্রীহরি দলদাস, নেপাল চন্দ জলদাস, প্রিয় লাল জলদাস, বিধান জলদাস ও রায় মোহন জলদাসের নেতৃত্বে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে জেলে পাড়ার ৫ মাতব্বর অভিযুক্তদের প্রত্যেককে ১০ বেত করে মারার আদেশ দেন এবং ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জেলে পাড়ার মাতব্বরদের নির্দেশে ৫ কিশোরকে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক পেটান চৌকিদার আমির হোসেন।

তিনি আরও জানান, ভিডিও ভাইরাল হওয়ায় রবিবার সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে অবহিত করেন। আমি অভিযুক্ত জেলে পাড়ার মাতব্বরদের থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলতে বলেছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবুল খায়ের বলেন, ‘জাল চুরির অভিযোগে ৫ কিশোরকে বেঁধে নির্যাতনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
সারির হ্যাটট্রিকে ১১ গোলের ম্যাচ জিতলো মোহামেডান
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
গরমে আরও ডায়রিয়া রোগী বাড়ার শঙ্কা
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের