X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গরিবের চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি
১৭ মে ২০২১, ১০:১৬আপডেট : ১৭ মে ২০২১, ১০:১৬

পটুয়াখালীতে সারকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন হাওলাদারকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার বশাক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুকিত হাসান খান এসব তথ্য জানান।  

এ ঘটনার পর সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে ওই চেয়ারম্যানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঞা জানান, নানা অভিযোগে ছোটবিঘাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে, রাজনৈতিক প্রতিপক্ষের ইটের ভাটায় হামলা-অগ্নিসংযোগ করে ক্ষতিসাধনের অভিযোগে দ্রুত বিচার আইনের আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে।

চেয়ারম্যান আলতাব হোসেনের পরিবার জানায়, এ সব অভিযোগ সত্য নয়। তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার।

পটুয়াখালী জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, গত ১৩ মে দুস্থদের চাল নিয়ে অনিয়ম-দুর্নীতির ঘটনায় জড়িয়ে পড়েন চেয়ারম্যান। এ ঘটনায় তাৎক্ষণিক জেলা প্রশাসনের নির্দেশে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে ডিসির কাছে প্রতিবেদন দাখিল করে। প‌রে ১৪ মে ১৩ বস্তা চালের হদিস নেই উল্লেখ করে আলতাব হোসেন হাওলাদার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজুর রহমান। এ মামলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহমুদ, দায়িত্বরত ট্যাগ অফিসার সুভাষ চন্দ্র হাওলাদারসহ সংশ্লিষ্টদের সাক্ষী করা হয়।

অপরদিকে, ঈদপূর্ব মুহূর্তে ওই ইউনিয়নে প্রধানমন্ত্রীর দফতর থেকে তালিকাভুক্ত চার হাজার ১৩ জন দুস্থকে আর্থিক সহায়তা বাবদ ১৮  লাখ ৫ হাজার ৮৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান আলতাব হোসেন হাওলাদার মনগড়া অজুহাতে ওই টাকা গরিবের মাঝে বিতরণ করেননি। এ ঘটনায় তদন্ত করছে জেলা প্রশাসন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!