X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রথম পরীক্ষায় সুখবর দিলেন তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৫:১৫আপডেট : ১৭ মে ২০২১, ১৫:১৮

ঈদের এক সপ্তাহ ছুটি শেষে মঙ্গলবার থেকে অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। এর আগে ক্রিকেটারদের প্রথম দফার করোনা পরীক্ষা সফলভাবেই সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও ক্রিকেটার মিলিয়ে ৩১ জন নেগেটিভ হয়েছেন। তবে জৈব সুরক্ষায় ঢুকতে আরও একবার পরীক্ষা দিতে তামিম ইকবালদের। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা নেগেটিভ হওয়ার পর ক্রিকেটাররা মঙ্গলবার থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। ইতোমধ্যে এক দফা করোনা পরীক্ষা হয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ক্রিকেটার, কোচিং স্টাফদের আবার নমুনা সংগ্রহ করা হবে। এই পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন।

দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘শনিবার ও রবিবার মিলিয়ে ৩১ জন ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে। কারোই পজিটিভ আসেনি, সবাই সুস্থ আছেন। আজ (সোমবার) আরও একবার টেস্ট করা হবে। সেই পরীক্ষায় যারা নেগেটিভ হবেন, তারা জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। ’

এদিকে সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ২০ মে। কিন্তু দুই দিন আগেই তারা কোয়ারেন্টিন মুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। সোমবার করোনো পরীক্ষায় নেগেটিভ হলেই মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন তারা। পাশাপাশি অনুশীলন শেষে জৈব সুরক্ষা বলয়েও ঢুকে যেতে পারবেন।

এর পর আগামী ২০ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-সাকিবরা। সেই ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচই দিবারাত্রির।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!