X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৬:৩৬আপডেট : ১৭ মে ২০২১, ১৬:৩৯

দিনভর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে সোমবারও (১৭ মে) দেশের পুঁজি বাজারে লেনদেন হয়েছে। এদিন বিদ্যুৎ ও জ্বালানিসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও তিন খাতের শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এ নিয়ে ঈদের আগে ও পরে টানা আট কার্যদিবসে পুঁজিবাজারে সূচক বাড়লো।

সোমবার বিমা খাতে তালিকাভুক্ত ৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে সাতটির এবং অপরিবর্তিত রয়েছে সাতটির। ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

সোমবার সকাল ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মাত্র ১০ মিনিটের মাথায় সূচক বাড়ে ৪০ পয়েন্টের বেশি।  তবে গ্রামীণফোন ও রবি আজিয়াটার শেয়ারের পাশাপাশি বিমা খাতের শেয়ারের দাম বাড়ার ফলে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৬০ পয়েন্ট। ডিএসইর তথ্যমতে, সোমবার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৯ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির, অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এদিন মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকা। আগের দিন (রবিবার) লেনদেন হয়েছিল এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি লেনদেন হয়েছিল এক হাজার ৫৭৭ কোটি টাকা। ফলে প্রায় চার মাসের মধ্যে সোমবারই সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯০৯ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৫৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২৬টির। লেনদেন হয়েছে মোট ১১৫ কোটি ২৭লাখ ৬৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে মোট ৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা