X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করলো সাউন্ডটেক

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৭:৪৮আপডেট : ১৭ মে ২০২১, ২০:৩১

নেট দুনিয়ায় আলোচিত-সমালোচিত তরুণ গায়ক মাঈনুল আহসান নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

আজ (১৭ মে) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বাবুল। তিনি জানান, ‘মতের মিল না হওয়ায়’ প্রতিষ্ঠানটি এটি করেছে।

তিনি বলেন, ‘শর্ত নিয়ে বনিবনা না হওয়ায় রোজার ঈদের দুই দিন আগে নোবেলের সঙ্গে আমাদের চুক্তি বাতিল হয়েছে। আমাদের সঙ্গে কথা ছিল অডিও গান করার। কিন্তু উনি বিগ বাজেটের ভিডিও করতে চান। এছাড়া আচরণগত সমস্যাও আছে।’

আচরণ প্রসঙ্গে এই সংগীত প্রযোজক আরও বলেন, ‘উনাকে (নোবেল) নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।’

২০২০ সালের ডিসেম্বরে সাউন্ডটেকের সঙ্গে ২২টি অডিও গান প্রকাশের চুক্তি হয়েছিল নোবেলের। ইতোমধ্যে তার ‘অসহায়’ ও ‘অভিনয়’ শিরোনামে দুটি এসেছে। ‘মেহেরবান’সহ আরও দুটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

এ গানটি ঈদের অষ্টম দিন অবমুক্ত হওয়ার কথা। তবে এটি নিয়ে বেঁধেছে বিপত্তি।

সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘২৮ রোজার দিন আমরা চুক্তিটি বাতিল করি। নোবেল দুটি গান জমা দেন। তখন তাকে আমি প্রাপ্য টাকা দিয়ে দিই। সেদিনের কথা মতো ঈদের অষ্টম দিন ‘মেহেরবান’ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু শুনেছি গানটির সুর ও সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূনের সঙ্গে নোবেল দুর্ব্যবহার করেছেন। তাই সুরকার প্রকাশের জন্য আমাকে স্বাক্ষর দেননি। স্বত্ব অনুযায়ী গানটির মালিক আহম্মেদ হুমায়ূন। জানি না, এটি আদৌ প্রকাশিত হবে কিনা।’

অন্যদিকে, সমালোচিত গায়ক-ইউটিউবার মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে বেসরকারি সংবাদমাধ্যম সময় মিডিয়া লিমিটেড।

প্রতিষ্ঠানটির অনলাইন সাংবাদিক আল কাছিরকে অপহরণ ও জেলে নেওয়ার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে আজ (১৭ মে) জিডিটি করেন তারা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নোবেল বিজয়ী নার্গেস মোহাম্মাদীকে অতিরিক্ত কারাদণ্ড দিলো ইরান
নোবেল বিজয়ী নার্গেস মোহাম্মাদীকে অতিরিক্ত কারাদণ্ড দিলো ইরান
ইয়ন ফসেকে কীভাবে পাঠ করি ।। কার্ল ওভ নওসগার্ড
ইয়ন ফসেকে কীভাবে পাঠ করি ।। কার্ল ওভ নওসগার্ড
রসায়নে নোবেল পেলেন তিন গবেষক
রসায়নে নোবেল পেলেন তিন গবেষক
কোভিডের ভ্যাকসিনে অবদান রাখায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী
কোভিডের ভ্যাকসিনে অবদান রাখায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক