X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চতুর্থ জেআরপিতে থাকছে ভাসানচর ইস্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ২০:৪৪আপডেট : ১৭ মে ২০২১, ২০:৪৪

ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে জাতিসংঘের বিরোধিতা আগে থাকলেও তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে। জাতিসংঘ ও অন্য দাতাদেশগুলো ভাসানচরের বিষয়ে ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘চতুর্থ জয়েন্ট রেসপন্স প্ল্যান-জেআরপি মঙ্গলবার (১৮ মে) ঘোষণা করা হবে, সেখানে ভাসানচরের বিষয়টি থাকবে।’

সোমবার (১৭ মে) নিজের দফতরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভাসানচরের জন্য তহবিল জোগাড়ের বিষয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। জাতিসংঘের টেকনিক্যাল টিম প্রাথমিকভাবে ভাসানচর দেখে এসেছেন এবং সরকারের সঙ্গে গ্রহণযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যান্য যে দাতাদেশ জেআরপিতে অবদান রাখে, সবাই ইতিবাচক বলেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাসানচরের দায়িত্ব যখন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গ্রহণ করবে, তখন পর্যালোচনা করা হবে— সেটির জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। তখন যে অর্থ আছে সেখান থেকে এবং নতুন করে তহবিল চাওয়া হবে, এটি নিশ্চিত।’

জাতিসংঘ শিগগিরই ভাসানচরের দায়িত্ব নিচ্ছে কিনা জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘সেটা আমরা প্রত্যাশা করতে পারি। চূড়ান্ত ঘোষণা জাতিসংঘ নিজেই দেবে। সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই না। আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, কারও সাহায্য ছাড়াই।’

উল্লেখ্য, এবারের জেআরপিতে সারা বছরের জন্য ৯৪ কোটি ডলারের সহায়তা চাইবে জাতিসংঘ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বরাবরের মতো প্রত্যাবাসনে এবং গোটা বিষয়টি যে সাময়িক সেটির ওপরে জোর দিয়েছি।’

অনেকে জেআরপিকে দীর্ঘ মেয়াদি করা চেষ্টা করেছে জানিয়ে তিনি বলেন, ‘আরও স্থায়ী করার বিষয়টি আমরা সবসময় প্রতিহত করেছি এবং এবারও সফলতার সঙ্গে করতে পেরেছি। এটি আমাদের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ এবং এর জন্য আমাদের সতর্ক থাকতে হয়।’

রোহিঙ্গাদের জন্য সরকারের ধারাবাহিকভাবে কিছু খরচ হয়। আপদকালীন সময়ে যেমন- আগুন বা অন্য কোনও ঘটনায় সরকারকে কাজ করতে হয় বলেও তিনি জানান। 

জোআরপিতে যে সহায়তা পাওয়া যায়, সেটির কোনও কিছুই সরকারের কাছে আসে না জানিয়ে তিনি বলেন, ‘এর ৩০ শতাংশের বেশি খরচ হচ্ছে প্রশাসনিক ব্যয়ে।’

জাতিসংঘের খরচের স্বচ্ছতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘খরচগুলো করছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। আমাদের মনে কোনও সন্দেহ নেই, বা সন্দেহ থাকার কোনও অবকাশ নেই।’

তবে সাধারণ মানুষের জানার জন্য, সাংবাদিকদের জানানোর জন্য এবং গোটা বিষয়টি নিয়ে গবেষণা বা পর্যালোচনা করার জন্য এই তথ্যগুলো পেলে, এর কিছু সুবিধাও আছে বলে তিনি জানান।

শাহরিয়ার আলম বলেন, ‘এই তথ্যগুলো পাওয়ার জন্য আমরা তাদেরকে চাপ প্রয়োগ করতে পারি না। তারা যদি স্বতঃপ্রণোদিত হয়ে এটি প্রকাশ করে, তবে সবাই জানতে পারবে। আমাদের আলোচনায় এটি আছে। আমরা গতবারও এটি নিয়ে আলোচনা করেছি। জাতিসংঘের নিজস্ব দায়বদ্ধতার জায়গা আছে এবং এর আগে জাতিসংঘের কর্মকাণ্ডে  স্বচ্ছতার ব্যত্যয় হয়নি, এটি বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘এবারের জেআরপিতে শিক্ষার বিষয়টি থাকবে। মিয়ানমারের কারিকুলামে রোহিঙ্গাদের শিক্ষা দেওয়া হবে।’

 

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শ্রম অধিকার প্রতিষ্ঠায় মার্কিন ঘোষণায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ, আশা বাংলাদেশের
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা