X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বকেয়া ভাড়ার জন্য ভাড়াটিয়ার স্ত্রী-মেয়েকে তালাবন্দি রাখার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২১, ২০:৫৬আপডেট : ১৭ মে ২০২১, ২০:৫৬

বকেয়া বাড়িভাড়ার জন্য ভাড়াটিয়ার স্ত্রী ও চার বছর বয়সী মেয়েকে দিনভর তালাবন্দি করে রাখার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ আদর্শনগর এলাকায়। সোমবার (১৭ মে) রাতে ফতুল্লা থানার এসআই হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেন।

আদর্শনগর এলাকার বাসিন্দা রিপন মিয়া জানান, তিনি এলাকার শুক্কুর মিয়ার বাড়ির ছয়তলায় ভাড়া থাকেন। বাড়িওয়ালার সঙ্গে তার পারিবারিক সম্পর্কও রয়েছে। কিন্তু করোনার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি আর্থিক দুরবস্থায় রয়েছেন। তিনি একটি ইট-বালুর গদিতে কাজ করলেও লকডাউনের কারণে গত দুই মাস তার চাকরি নেই। তার চার মাসের ভাড়া বাকি। এ নিয়ে বাড়িওয়ালা শুক্কুর হাওলাদার এবং তার দুই ছেলে ফারুক ও রাসেল প্রায়ই এসে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। সোমবার সকাল ১০টায় রিপন বাসায় ছিলেন না। এ সময় বাড়িওয়ালা একজন মস্তান প্রকৃতির যুবককে সঙ্গে নিয়ে এসে রিপনের স্ত্রীকে বলে, ‘ভাড়া না দেওয়া পর্যন্ত তুমি ও তোমার মেয়ে তালাবন্ধ থাকবে।’ এরপর বাড়িওয়ালা রিপনের ভাড়া করা ফ্ল্যাটে তালা লাগিয়ে চলে যায়। রিপন অনেক কাকুতি-মিনতি করলেও সে ফ্ল্যাটের তালা খোলেনি। পরে রিপন ফতুল্লা থানা পুলিশকে জানালে এসআই হুমায়ুনের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে তালা খুলে তাদের মুক্ত করে।

এসআই হুমায়ুন টেলিফোনে বলেন, ‘ভাড়াটিয়ার স্ত্রী ও মেয়েকে আমরা গিয়ে তাদের মুক্ত করি। ভাড়াটিয়াকে এ মাসের মধ্যে অর্ধেক ও আগামী মাসের মধ্যে বাকি বকেয়া শোধের সময় দিয়েছেন বাড়িওয়ালা।’

ভাড়াটিয়া রিপন মিয়া বলেন, ‘স্ত্রী-সন্তানকে উদ্ধারের জন্য এক মাসের মধ্যে বকেয়া শোধ করবো বলে রাজি হয়েছি। কিন্তু এ সময়ের মধ্যে বকেয়া শোধ করার সামর্থ্য আমার নেই।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি