X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অবশেষে ইউটিউবে এলো আলোচিত ‘২২শে এপ্রিল’

বিনোদন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৯:৫০আপডেট : ১৮ মে ২০২১, ২১:১৩

২০১৯ সালের অন্যতম আলোচিত কাজ ছিল মিজানুর রহমান আরিয়ানের টেলিছবি ‘২২শে এপ্রিল’। ওই বছরের ৬ জুন রাতে এটি প্রচার হয় এনটিভিতে।

এক ডজন তারকা নিয়ে নির্মিত টেলিছবিটি আলোচনায় আসে ঈদের আগেই, শুটিং শুরুর সময়। কারণ, এর মাল্টিস্টার কাস্টিং এবং গল্পের প্লট। তবে এটি প্রচারের পর থেকে আলোচনার মাত্রা বাড়ে চক্রবৃদ্ধি হারে। বনানীর এফ আর টাওয়ারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের হৃদয় বিদারক ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মিত হয়। মানবিক গল্পের এই টেলিছবিটি প্রচারের পর সংশ্লিষ্টরা প্রশংসায় ভাসছিলেন।

তবে এমন অভিজ্ঞতার পাশাপাশি নির্মাতাকে হজম করতে হয়েছে সমালোচনাও! কারণ, এটি সম্প্রচারের পর দর্শকদের পক্ষ থেকে অন্তর্জালে তৈরি হলো বড়সড় ক্রাইসিস। এর অন্যতম কারণ, কাজটি পাওয়া যাচ্ছিল না ইউটিউবে।

এই সময়ে এমন ঘটনা এক কথায় অবিশ্বাস্য। কারণ, যেকোনও নাটক-টেলিছবি টিভিতে সম্প্রচার হতে যতটুকু বিলম্ব হয়, ততটাই দ্রুত প্রকাশ হয় ইউটিউবে। এবং সাম্প্রতিক সময়ে দর্শক মূলত অভ্যস্ত ইউটিউবে নাটক দেখে। যার সবচেয়ে বড় উদাহরণ একই নির্মাতার টেলিছবি ‘বড় ছেলে’। জনপ্রিয়তার বিচারে এটি বাংলা নাটকের ঐতিহাসিক মাইলফলকও বটে। আর এই জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ ইউটিউব।

আশার কথা হলো, দুই বছর পর সেই ‘২২শে এপ্রিল’ উঠলো ইউটিউবে। তাও আবার ‘ঈদ নাটক ২০২১’-ক্যাপশনে বঙ্গবিডির চ্যানেলে!

আরিয়ান অবশ্য তাতেও খুশি। যদিও কণ্ঠে হতাশার সুর, ‘২০১৯-এর টেলিছবি ইউটিউবে রিলিজ দিলো ২০২১ সালে! এটি আমার এখন পর্যন্ত করা অন্যতম প্রিয় কাজ।’

ইউটিউবে দেখার পর সমালোচকরাও বলছেন, এখন পর্যন্ত আরিয়ানের এটি সেরা নির্মাণ।

প্রসঙ্গক্রমে আরিয়ান বলেন, ‘‘কাজটি ইউটিউবে নেই কেন- ২০২৯ সালের ৬ জুন থেকে এই প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। আমি নিজেও এখন মাঝে মাঝে নিজেকে একই প্রশ্ন করি—কেন? কাজটি দেখার জন্য মানুষের যে পরিমাণ হাহাকার পেয়েছি, সেটা সত্যিই মেনে নেওয়া কষ্টের। কারণ, আমি নিজেও বিশ্বাস করতে চাই, এটি যদি তখন ইউটিউবে তোলা হতো, তবে বড় কোনও রেকর্ড হতে পারতো। কিন্তু আমার দায়িত্ব কাজটি তৈরি করে অন টাইমে ডেলিভারি দেওয়া। বাকি কাজ প্রযোজনা প্রতিষ্ঠানের। অবশেষে যে সেটি ইউটিউবে উঠলো, সেটাই আপাতত প্রশান্তি।’’

‘২২শে এপ্রিল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, জিয়াউল ফারুক অপূর্ব, মনোজ প্রামাণিক, মেহজাবীন চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, তানজিন তিশা, আফরান নিশো, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, শহিদুল আলম সাচ্চু, রাশেদা চৌধুরী, দীপা খন্দকার, তামিম মৃধাসহ অনেকে। মিজানুর রহমান আরিয়ান

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)