X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের আইপিএল খেলোয়াড়রা বিশ্রামে, কপাল খুললো দুজনের

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২১, ২২:৩৩আপডেট : ১৮ মে ২০২১, ২২:৩৩

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে আইপিএল। নির্ধারিত সময়ের আগেই তাই দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তবে পরিকল্পনা অনুযায়ী ভারতে বায়ো বাবলে লম্বা সময় কাটানো ক্রিকেটারদের বিশ্রামে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বেশ কয়েকজন ক্রিকেটারের বিশ্রামে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই অভিষেকের অপেক্ষায় আছেন জেমস ব্রেসি ও ওলি রবিনসন।

এবারের আইপিএলের খেলেছেন মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম কারেন ও ক্রিস ওকস। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাদের বায়ো বাবলের বাইরে রেখে দল সাজিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শুধু আইপিএলের কারণে নয়, সামনের পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের লড়াইয়ের আগে তাদের বিশ্রাম দিয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে চোটের কারণে দলে নেই বেন স্টোকস ও জোফরা আর্চার।

বেশ কয়েকজন নিয়মিত সদস্যের অনুপস্থিতিতে টেস্ট দলে প্র্রথমবার ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান ব্রেসি ও পেসার রবিনসন। শুধু যে বায়ো বাবলের কারণে তারা ‍সুযোগ পেয়েছেন, তা নয়। কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লুচেস্টারশায়ারের হয়ে ৫৩.১১ গড়ে করেছেন ৪৭৮ রান। অন্যদিকে সাসেক্সের জার্সিতে রবিনসন নিয়েছেন ২৯ উইকেট, যার মধ্যে রয়েছে গ্ল্যামারগনের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৭৮ রানে ৯ উইকেট নেওয়ার সুখস্মৃতি। শুধু ডাক পাওয়া নয়, ২ জুন থেকে কিউইদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাদের অভিষেকের সম্ভাবনা প্রবল।

তাদের সঙ্গে আবার ডাক পেয়েছেন সমারসেটের পেস বোলিং অলরাউন্ডার ক্রেগ ওভারটন। ২০১৯ সালের অ্যাশেজে সবশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিনি।

ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস (উইকেটকিপার), ড্যান লরেন্স, জ্যাক লেচ, ক্রেগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, ওলে স্টোন, মার্ক উড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি