X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমলারা সাংবাদিকদের দিকে তেড়ে আসছেন কেন?

আমানুর রহমান রনি
১৮ মে ২০২১, ২২:৪৯আপডেট : ১৮ মে ২০২১, ২২:৫৪

পেশাগত দায়িত্ব পালনে দেশের আমলাদের হাতে সাংবাদিক নির্যাতন ও মামলার ঘটনা বেড়েছে। আগে রাজনৈতিককর্মী, ঠিকাদার, মাফিয়াদের মাধ্যমে সচরাচর সাংবাদিক নিগ্রহের কথা শোনা যেতো। তবে গত দুই বছরে আমলাদের হাতে নিগ্রহের খবরই আসছে বেশি।

মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলোর পরিসংখ্যানে দেখা গেছে গত দু’বছর ধরে সরকারি অফিসে দায়িত্ব পালনের সময় সাংবাদিক নিগ্রহের ঘটনা বেড়েছে। সংগঠনগুলোর কর্মকর্তারা বলছেন, ‘আমলাদের দুর্নীতির খবর প্রকাশ করার কারণেই তারা সাংবাদিকদের ওপর চটে আছেন। সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত আমলাদের কারও বিচার না হওয়াটাও এ ধরনের ঘটনা বাড়াচ্ছে।’

২০২০ সালের ১৩ মার্চ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এতে নেতৃত্ব দেন কুড়িগ্রামের তৎকালীন ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনের নির্দেশে রেভিনিউ ডেপুটি কালেকটর (আরডিসি) নাজিম উদ্দীন ও সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এসএম রাহাতুল ইসলাম আরিফুলকে আটক করে নির্যাতন করে। এমনকি মোবাইল কোর্টে তাকে একবছরের শাস্তিও প্রদান করে। পরে আরিফুল এদের আসামি করে মামলা করেন। যা এখনও তদন্তাধীন।

সরকারের সদিচ্ছাকেই প্রশ্নবিদ্ধ করেছে

আমলাদের মাধ্যমে সারাদেশে এরকম অসংখ্য নির্যাতন, হামলা ও মামলার ঘটনার শিকার হচ্ছেন সাংবাদিকরা। এ বছরের ফেব্রুয়ারিতে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদ (৫৩) মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২২ বছরে বাংলাদেশে ৩৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রতিমাসেই দেশের কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতন ও হেনস্থার ঘটনা ঘটছে।

সাংবাদিক ও মুক্তচিন্তার মানুষের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানি বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের হয়েছে। এর মধ্যে তিনজন সাংবাদিক কারাগারে আছেন।

পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার (১৭ মে) প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচঘণ্টা ব্যাপী স্বাস্থ্য মন্ত্রাণালয়ে আটকে রেখে তাঁর ওপর যে নির্যাতন ও হেনস্তা করা হয় তা দেশের সকল সাংবাদিকের জন্য হুমকিস্বরূপ। আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘এই ন্যাক্কারজনক ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করেছে। সারাদিন শেষে প্রায় মাঝরাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরকেও উদ্দেশ্যমূলক বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।’

রোজিনা ইসলামকে হয়রানি ও মামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ফারুখ ফয়সল আরও বলেন, ‘সরকারের এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিৎ। পেশাগত স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোকেও একত্রিত হতে হবে।’ তিনি মনে করেন, সাংবাদিক সংগঠনগুলো পেশাগত স্বার্থে যতোদিন একত্রিত না হতে পারবে, ততোদিন বাংলাদেশে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার চর্চা অসম্ভব।’

পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

গতবছর মার্চ ও এপ্রিলে তথ্য সংগ্রহ করতে গিয়ে গৃহায়ন কর্তৃপক্ষ ভবন ও এলজিইডি ভবনে আমলাদের হাতে লাঞ্ছিত হন বেসরকারি টেলিভিশন ইটিভি’র সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গতবছর মার্চে এলজিইডির গাড়ির অপব্যবহার নিয়ে কাজ করছিলাম। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য নেওয়ার জন্য ওই ভবনে যাই। এসময় আমাকে লাঞ্ছিত করা হয়। পরে বিষয়টি সেখানের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানাই। লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থ নেওয়া হয়েছে তা আর আমাকে জানানো হয়নি।’

একই বছর গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে ক্যামেরা নিয়ে যাওয়ায় সেখানেও লাঞ্ছিত হন সাইদুল ইসলাম।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানি বলেন, ‘আমলাদের জবাবদিহিতা নেই। তারা এসব করে পার পেয়ে যাচ্ছে। তাই সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে। তারা কেবল এই সরকারের আমলে এসব করছে তা না। বিভিন্ন সরকারের সময়েও হামলা-মামলা করেছেন। তাদের অবশ্যই জবাবদিহিতায় আনতে হবে।’

আর্টিকেল নাইনটিন-এর ২০২০ সালের হিসাব অনুযায়ী, সারাদেশে গতবছর দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, ৭৮ জন হামলায় গুরুতর আহত হয়েছেন, ১৬৬ জন সাংবাদিক হত্যা ও অপহরণের হুমকি পেয়েছেন, ৩৫টি মামলায় ৫৮ সাংবাদিককে আসামি করা হয়েছে, ১২টি ফৌজদারি মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে এবং ৩১ সাংবাদিকের ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙা হয়েছে। এসব ঘটনার সঙ্গে পুলিশ, আমলা, রাজনীতিবিদ ও ঠিকাদাররা জড়িত ছিল।

অতীতে আমলাদের মাধ্যমে এতো সাংবাদিক হামলার ঘটনার কথা শোনা যায়নি। বর্তমানে এসব ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমলানির্ভর সরকার কখনও তার রাজনৈতিক সিদ্ধান্তের শতভাগ বাস্তবায়ন করতে পারে না। আমলানির্ভর হওয়াতেই এসব ঘটনা বাড়ছে। তাছাড়া সাংবাদিকরা বিভিন্ন সময়ে আমলাদের দুর্নীতি নিয়ে রিপোর্ট করেন। তাই সাংবাদিকদের ওপর তাদের আক্রোশ থেকেই যায়।’

আরও পড়ুন:

‘রোজিনা ইসলাম ঠিক কাজটিই করেছেন’

সাংবাদিক রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ

রোজিনার প্রিজন ভ্যানের ছবি কী কথা বলে?

স্বেচ্ছায় কারাবরণ করতে আবেদন নিয়ে থানায় অনুসন্ধানী সাংবাদিকরা

রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় পেন বাংলাদেশের নিন্দা

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১৫ জুলাই

রোজিনা ইসলামকে হেনস্তা করায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো

‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’ (ভিডিও)

সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আদালতে নেওয়া হয়েছে রোজিনা ইসলামকে

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা