X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই: ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৮ মে ২০২১, ২৩:৩২আপডেট : ১৮ মে ২০২১, ২৩:৩২

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, বাংলাদেশে এখন ছেঁড়া কাপড় পরা, খালি পায়ে মানুষ দেখা যায় না। কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ক্ষুধাকে জয় করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ প্রায়, স্বল্পোন্নত থেকে উন্নীত আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

সোমবার (১৭ মে) জামালপুর জেলার সাপধরী ইউনিয়নে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে ইন্দুল্লামারী বাঁধে পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় তিনি বর্তমান সরকারের আমলে সারাদেশে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের মাদরাসা শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা তথা দ্বীনি শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই শিক্ষার আধুনিকায়ন করা হচ্ছে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১১০টি দারুল আরকান মাদরাসার ২২০ জন শিক্ষক যারা বেতন পাননি ১৭ মাস ধরে; তাদের জন্য সরকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। অনতিবিলম্বে তাদের সেই বেতনের ব্যবস্থাও করা হবে। জননেত্রী আছে বলেই দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দারিদ্র্য কমেছে বহুলাংশে।

ফরিদুল হক খান বলেন, এই করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছেন। ২০২০ সালে মাত্র ২২টি দেশে ঋণাত্মক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, তারমধ্যে বাংলাদেশ তৃতীয়। সব দেশের রপ্তানি কমলেও আগের বছরের তুলনায় আমাদের রপ্তানি বেড়েছে। যতক্ষণ শেখ হাসিনা জনমানুষের পাশে আছেন ততক্ষণ কোনও অপশক্তিই দেশকে পিছিয়ে দিতে পারবে না। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী বাঁধে পথসভায় চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি’র সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আ. কাদের শেখ, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আ. খালেক আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খলিল মণ্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলহাজ মিয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এর আগে দিনব্যাপী সাপধরী ইউনিয়নে কাশারীডোবা রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণ, সাপধরী উচ্চ বিদ্যালয় নির্মাণাধীন ভবন, চর শিশুয়া, চর দিঘাইর রাস্তা পরিদর্শন, কোদালধোয়া মসজিদে নগদ অর্থ প্রদান ও উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।

 

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
চাই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বাজেট
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা