X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ম্যাডোনা, টেইলর, সেলেনাদের আগ্রহের জবাবে যা বললেন এ আর রহমান

ফয়সল আবদুল্লাহ
২০ মে ২০২১, ১৪:১১আপডেট : ২০ মে ২০২১, ১৪:১১

সেলেনা গোমেজ, টেইলর সুইফট ও ম্যাডোনা; আন্তর্জাতিক অঙ্গনের তিন মহাতারকা। তিনটি ভিন্ন সময়ে তিনজনই বলেছেন একই কথা। তিনজনই চিনতে পেরেছেন, বিশুদ্ধ সংগীতের মাধ্যমে আত্মাকে নাড়া দেওয়ার ক্ষমতাওয়ালা এক শিল্পী পড়ে আছেন পৃথিবীর এক কোনে- এ আর রহমান।

ওই তিন শিল্পীই বলেছিলেন, এ আর রহমানের সুরে গান গাইতে চান তারা। ভারত তো দূরে থাক, গোটা দুনিয়ার আর কোনও মিউজিক ডিরেক্টর এমনটা শুনেছেন কিনা কে জানে! এতোদিন পর তাদের সেই ইচ্ছের জবাব দিলেন মোৎজার্ট অব মাদ্রাজ। বললেন, ‘তাদের সঙ্গে তো কোনোদিন দেখাই হয়নি আমার।’

সম্প্রতি লিলি সিংয়ের শো ‘আ লিটল লেইট’ শো’কে ধন্য করেছিলেন রহমান। সেখানে সেলেনাদের ইচ্ছের প্রসঙ্গে জানতে চেয়েছিলেন উপস্থাপক। এ আর রহমানের উত্তরে বেরিয়ে এলো ম্যাডোনার নামও। অনাগ্রহ নেই রহমানের। তবে ‘ঘরকুনো’ এ মহাসুরকার বিনয়ের সঙ্গে বললেন, ‘এ সব কথা তো প্রায়ই শুনছি। মানুষ কিছুটা বিভ্রান্ত হবেই। আমার একটা ম্যানেজমেন্ট তো আছে। সেলেনা গোমেজ, টেইলর সুইফট, ম্যাডোনা উনারা তো আমাকে কল করেননি। আমিও তাদের সঙ্গে দেখা করতে পারিনি। কারণ আমি থাকি তাদের দুনিয়ার উল্টো পাশে।’

রহমান আরও যোগ করলেন, ‘মাঝে মাঝে আমার মনে হয়, গোটা দুনিয়াটা তো এক। কারণ আমরা সবাই একই ছন্দ বুঝি, একই সুরের ধাঁচ বুঝি। তাই বিশ্বটা যখন বিভক্তিতে ছেয়ে আছে, সেখানে এসব খবর পেতে কিন্তু ভালোই লাগে। কারণ মিউজিকই হলো একমাত্র বিষয়, যাতে এখনও জাদুটা টিকে আছে।’

২০২০ সালে লিউক্সবুককে দেওয়া এক সাক্ষাৎকারে সেলেনা গোমেজের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘ভবিষ্যতে কার সঙ্গে কাজ করার সুপ্ত বাসনা আছে?’ সেলেনা চটজলদি বলেছিলেন, ‘আমি এ আর রহমানের কাজ পছন্দ করি। আমি তার সুরে গাইতে চাই বা তার কম্পোজিশনের অংশ হতে চাই। বলিউডের জন্য গান গাওয়াটাও মজার একটা কাজ হবে।’

২০১৪ সালে টেইলর সুইফট হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয় তিনি (রহমান) একজন অনন্য মিউজিসিয়ান, তার সুর আত্মাকে ছুঁয়ে যায়। তার লাইভ পারফরমেন্স দেখার ইচ্ছে আছে আমার।’

২০১২ সালে ম্যাডোনা বলেছিলেন, ‘যখনই সুযোগটা আসবে, আমি এ আর রহমানের সঙ্গে কাজ করতে চাই।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান