X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অপহরণের দু’দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার, তরুণ আটক

ফেনী প্রতিনিধি
২০ মে ২০২১, ১৮:১৬আপডেট : ২০ মে ২০২১, ১৮:৫১

ফেনী থেকে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৪) কুমিল্লার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুশফিক আহম্মেদ নামে এক তরুণকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০) সকালে তাকে ফেনী থানা পুলিশে সোপর্দ করা হয়। র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব ও পারিবারিক সূত্র জানায়, ফেনীর অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রীকে অভিযুক্ত মুশফিক আহম্মেদ স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেয় সে। স্কুলছাত্রী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় মুশফিক। গত মঙ্গলবার বিকালে বাসার সামনে একা পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ফেনী সদর থানা ও ফেনী র‍্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়।

আটক মুশফিক আহম্মেদ (১৮) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পরিকোট গ্রামের মোস্তফা কামালের ছেলে। তারা বর্তমানে ফেনী পৌরসভার বারাইপুর শান্তিধারা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বাস করে।

র‍্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই তরুণের অবস্থান শনাক্ত করেন। এরপর বুধবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ আলকরা গ্রামে মুশফিকের নানা মোশারফ হোসেনের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মুশফিক আহম্মেদকে আটক করেছে র‍্যাব।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের