X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিবিসির প্রতারণায় বাবা-মায়ের সম্পর্কের অবনতি হয়: প্রিন্স উইলিয়াম

বিদেশ ডেস্ক
২১ মে ২০২১, ১০:৫১আপডেট : ২১ মে ২০২১, ১২:৫৩
image

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতারণাপূর্ণ সাক্ষাৎকারের কারণে বাবা-মায়ের সম্পর্কের অবনতি হয়েছিলো বলে জানিয়েছেন প্রিন্সেস ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম। সম্প্রতি এক তদন্তে দেখা গেছে ১৯৯৫ সালে ডায়নার এক সাক্ষাৎকার নিতে গিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলো বিবিসি। এর প্রতিক্রিয়ায় প্রিন্স উইলিয়াম বলেছেন সবচেয়ে দুঃখের বিষয় হলো তার মা কখনওই জানতে পারেননি তিনি প্রতারিত হয়েছিলেন। পৃথক এক বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেছেন তার মা শোষণের সংস্কৃতি এবং অন্যায় চর্চার প্রভাবের শিকার হয়েছিলেন। একই ধরণের চর্চা আজও চলছে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৫ সালে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা বিবিসি প্যানারোমাকে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দেন। সাংবাদিক মার্টিন বশিরকে দেওয়া ওই সাক্ষাৎকারে দাম্পত্যে ভাঙনের কথা প্রথম স্বীকার করেছিলেন। ডায়ানার ভাই চার্লস পেন্সার গত বছর নভেম্বরে বেশ কয়েকবার অভিযোগ করেন সাক্ষাৎকারটি নিতে অনৈতিক পথ ধরেছিলেন সাংবাদিক। এরপরই বিবিসি সেই সত্য সন্ধানে তদন্ত শুরু করে।

সাবেক বিচারক লর্ড ডাইসনকে প্রধান করে নভেম্বরেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিবিসি। বৃহস্পতিবার ডাইসনের তদন্ত প্রতিবেদনে উপসংহার টেনে বলা হয়েছে, সাংবাদিক মার্টিন বশির ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছিলেন ডায়ানার ভাই স্পেনসারকে। যাতে ডায়ানার সঙ্গে সাক্ষাৎকারের আয়োজন করে দিতে উদ্যোগী হন স্পেনসার।প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিক বশির জাল নথি ব্যবহার করেছিলেন এবং বিবিসি’র ম্যানেজারদের কাছে পরে এ নিয়ে মিথ্যা বলেছিলেন। বিবিসি বলেছে, তদন্ত প্রতিবেদনে ‘ব্যর্থতার আলামত স্পষ্ট হয়েছে। আমরা এজন্য অত্যন্ত দুঃখিত।’ সাংবাদিক বশিরও জাল নথি ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম বলেন তার মা কেবলমাত্র এক খারাপ সাংবাদিকের কারণে ব্যর্থ হননি, বিবিসির বসরাও এজন্য দায়ী। ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় মায়ের মৃত্যুর জন্য বিষাক্ত সংস্কৃতিকে দায়ী করেন তার আরেক ছেলে প্রিন্স হ্যারি। তিনি বলেন, ‘আমাদের মা এই সংস্কৃতির কারণেই প্রাণ হারিয়েছেন, আর আজও কিছু বদলায়নি। তার উত্তরাধিকার সুরক্ষার মাধ্যমে আমরা সবাইকে রক্ষা করি আর তিনি যে মর্যাদার জীবন যাপন করে গেছেন তা সমুন্নত রাখি।’

প্রিন্স উইলিয়াম ও হ্যারি ছাড়াও প্রিন্স অব ওয়েলস এবং ডায়ানার ভাই চার্লস স্পেন্সারকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছে বিবিসি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া