X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ইঁদুরের উপদ্রব, বিষ প্রয়োগের পরিকল্পনা

বিদেশ ডেস্ক
২১ মে ২০২১, ১২:০২আপডেট : ২১ মে ২০২১, ১৫:৩৫
image

অস্ট্রেলিয়ার বিশাল এলাকা জুড়ে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে।  ফসলের মাঠ আর বাড়িঘরে লাখ লাখ ইঁদুর ঠেকাতে বিষ প্রয়োগের পরিকল্পনা করছে নিউ সাউথ ওয়েলস রাজ্য। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী এই সপ্তাহে বলেছেন, ভালো ইঁদুর কেবল মৃত ইঁদুর। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক মাস ধরেই অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল জুড়ে ইঁদুরের উপদ্রব বেড়েছে। ভিক্টরিয়া সীমান্ত থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত পুরো এলাকায় ফসলের মাঠ আর বাড়ির অভ্যন্তরে ইঁদুরের বিচরণে লাখ লাখ ডলারের ক্ষতি হচ্ছে।

শীত আসতে থাকায় ক্ষুধার্ত ইঁদুরগুলো মানুষের বাড়ির অভ্যন্তরে আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছেন প্রফেশনাল ক্লিনার সুয়ে হজ। সিডনি থেকে চার-পাঁচ ঘণ্টার দূরত্বে অবস্থিত ছোট শহর কানোউন্দ্রায় হজ ক্লায়েন্টদের বাড়িতে ফঁদে পড়ে মারা যাওয়া ইঁদুর পরিষ্কার করে দিন পার করেন। তিনি মানুষের রান্নাঘর, শিশুদের ঘর এমনকি তাদের বিছানা থেকে ইঁদুর পরিষ্কার করেন।

নিজের বাড়িতে ইঁদুর প্রবেশ ঠেকাতে প্রতিটি ছিদ্র বন্ধ করে দিয়েছেন সুয়ে হজ। তিনি ফাঁদ পেতে ইঁদুর ধরেন। তবে নিউ সাউথ ওয়েলস সরকার আরও দ্রুত এবং শক্তিশালী কিছুর সন্ধান করছে। বৃহস্পতিবার কর্মকর্তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর মারার রাসায়নিকের পাঁচ হাজার লিটার কেনা নিশ্চিত করেছেন। তবে এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি সব নাগরিক। অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন ইঁদুর মারতে বিষ প্রয়োগ করা হলে তা স্থানীয় বণ্যপ্রাণীকে আক্রান্ত করতে পারে।

বিগত কয়েক বছরের মধ্যে নিউ সাউথ ওয়েলসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ২০২০ সালে। ফলে ফসল উৎপাদিত হয়েছে রেকর্ড পরিমাণ। বৃষ্টি এবং রেকর্ড পরিমাণ ফসলের কারণে ইঁদুরের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। কানোউন্দ্রার কৃষক মাইকেল পাইতেন বলেন, আমরা প্রচুর শস্য জমা করে রেখেছি আর সেগুলো ইঁদুরের হোটেলে পরিণত হয়েছে।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল সাইন্স এজেন্সির (সিএসআইআরও) হিসেব অনুযায়ী প্রতি হেক্টরে আটশ’ থেকে এক হাজার ইঁদুর হলে তাকে বিরক্তিকর বলে বিবেচনা করা হয়। তবে সিএসআইআরও বলছে, এবারে ইঁদুরের পরিমাণ আকাশের তারার সমান হয়ে গেছে। একটি ইঁদুর এক মৌসুমে পাঁচশ’ বাচ্চা জন্ম দিতে পারে। আর সব বাচ্চারই খাবার প্রয়োজন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী