X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ফিরেই প্রশংসিত অপূর্ব-তিশা জুটি (ভিডিও)

সুধাময় সরকার
২৩ মে ২০২১, ১৬:১৯আপডেট : ২৩ মে ২০২১, ২২:১১

টানা ১৩ বছর পর একই ফ্রেমে ফিরে অপূর্ব-তিশা জুটি ভালোই বাজিমাতের পথে হাঁটছেন। দু’দিন ধরে তুমুল প্রশংসা মিলছে দু’জনার ভক্ত আর নেটিজেনদের তরফ থেকে। সঙ্গে রয়েছে সমালোচক সমর্থনও।

সবাইকে চমকে দিয়ে সদ্য সমাপ্ত ঈদ উৎসবের বিশেষ দুটি নাটক দিয়ে ফিরে আসেন অপূর্ব-তিশা জুটি। এরমধ্যে মহিদুল মহিমের ‘রক রবীন্দ্র’ ইউটিউবে উন্মুক্ত হয়েছে ২১ মে এবং শিহাব শাহীনের ‘অহং’ হবে ২৭ মে। দুটোই অন্তর্জালে উন্মুক্ত করছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি।

‘রক রবীন্দ্র’ ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর মূলত এই জুটির সফলতার প্রতিধ্বনি মিলছে সবার কানে। ফিরেই যেন ফের জয় করলেন এই জুটি। অন্তত ইউটিউব কমেন্ট থেকে সেটাই অনুমান করা যাচ্ছে। পুরনো সফল জুটি যুগ পেরিয়ে ফিরে এসে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার এমন নজির- বিরল।

নাটকটি ইউটিউবে প্রকাশের প্রথম দিনেই ছাড়িয়েছে মিলিয়ন ভিউয়ের ঘর।

নাটক দেখে দর্শক মন্তব্যগুলোর বেশিরভাগই এমন- ‘দেখে বেশ ভালো লাগলো। রবীন্দ্রসংগীতের সঙ্গে রক জমে পুরো ক্ষীর। অপূর্ব-তিশা জুটির রসায়নও চমৎকার লেগেছে। মনেই হয়নি যে ১৩ বছর পর তারা কাজ করেছে।’ ৬ মে শুটিংয়ে শামীমা নাজনীন, অপূর্ব, তিশা, ডা. এজাজ ও নির্মাতা মহিম

দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেক কাজ হলেও তিশা আপুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমার সব সময় চেষ্টা থাকে দর্শকদের ভালো কিছু দেওয়ার। সেই দর্শকরা যখন কাজের প্রশংসা করে, সেটাই বড় অর্জন আমার কাছে।’

এদিকে দর্শক সাড়া প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘‘এবারের ঈদে লকডাউনের কারণে অল্প কয়েকটি কাজ করেছি। এরমধ্যে আমার অন্যতম কাজ হলো ‘রক রবীন্দ্র’। এটার গল্প শোনার পর থেকেই মনে হয়েছে আলাদা কিছু হবে। তো সেটি প্রকাশের পর থেকে দর্শক থেকে শুরু করে সহকর্মীদের যে প্রশংসা পাচ্ছি- সেটার জন্য আমি প্রস্তুতই ছিলাম! এটা ঠিক, তিশার সঙ্গে যেহেতু অনেকদিন পর কাজ করলাম তাই একটু চিন্তায় ছিলাম। ভাবছিলাম, দর্শক আমাদের আবারও গ্রহণ করে কি না। সেদিক দিয়ে আমরা ভালো সাড়া পাচ্ছি, স্বস্তিতে আছি।’’

অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো ভালো মন্তব্য পাচ্ছি কাজটি নিয়ে। দর্শকরা তাদের ভালোবাসা প্রকাশ করছেন, সত্যি বলতে রেসপন্স দেখে খুব ভালো লাগছে।’

এদিকে এই জুটির অন্য নাটকটি হলো ‘অহং’। এটি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বৃহস্পতিবার (২৭ মে)। ধারণা করা হচ্ছে, অপূর্ব-তিশাকে জুটি করে আরও অন্তত এক ডজন নাটকের পরিকল্পনা করছে বিভিন্ন নির্মাতা ও প্রযোজনা সংস্থা।

জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। একসময় টিভি পর্দার অন্যতম প্রভাবশালী জুটি ছিলেন তারা। জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। অথচ এই জুটিকে ২০০৮ সালের পর আর কোথাও পাওয়া যায়নি অদৃশ্য কোনও এক কারণে!

/এমএম/
সম্পর্কিত
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি