X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় এবার একযোগে ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ মে ২০২১, ২২:৪৪আপডেট : ২৫ মে ২০২১, ২২:৪৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে কর্মরত ১৩ জন উপ-পরিদর্শককে (এসআই) একযোগে ছয় জেলায় বদলি করা হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জ উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় এক আদেশে তাদের বদলি করে। মঙ্গলবার (২৫ মে) বিকালে আদেশটি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছায়। ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার ঘটনার পর এনিয়ে পুলিশের ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জানা গেছে, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ উপ-মহা-পরিদর্শকের কার্যালয় থেকে জেলায় কর্মরত ১৩ জন উপ-পরিদর্শকের (এসআই) বদলির আদেশ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে। তাদের মধ্যে ছয়জন এসআইকে রাঙামাটি, দুজনকে বান্দরবান, দুইজনকে খাগড়াছড়ি, একজনকে লক্ষ্মীপুর, একজনকে চাঁদপুর ও একজনকে নোয়াখালী জেলায় বদলি করা হয়েছে। আদেশে ১০ জন এসআইকে জনস্বার্থে ও বাকি তিনজন এসআইকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তাদের সবাইকে আগামী ২৯ মে এর মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র নিতে বলা হয়েছে। অন্যথায় ৩০মে থেকে তারা স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বদলিকৃত এসআইদের মধ্যে বিউটি রানী দাস, বজলুর রহমান খাঁন, মো. হুমায়ূন কবির, মো. আমির হামজা ও এস. এম. আতিকুজ্জামান এবং মো. তোফাজ্জল হোসেনকে রাঙামাটি পার্বত্য জেলায়, তপু সাহা ও মোহাম্মদ জয়নাল আবেদীনকে বান্দরবান পার্বত্য জেলায় এবং মতিউর রহমান ও শাহ সাব খাঁনকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। এছাড়াও এসআই শফিকুল ইসলামকে লক্ষ্মীপুর, মিজানুর রহমানকে চাঁদপুর এবং নুরুল আমিনকে নোয়াখালী জেলায় বদলি করা হয়েছে।

তাদের মধ্যে শফিকুল, মিজানুর ও নুরুল আমিনের বদলির ধরন প্রশাসনিক কারণ বলে উল্লেখ করা হয়েছে। আর বাকিদের বদলি জনস্বার্থে। বদলিকৃত পুলিশ কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা,সরাইল, নাসিরনগর ও বাঞ্ছারামপুরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের বদলি করা হয়েছে। অনেকেরই জেলায় দুই বছর পূর্ণ হয়েছে। তবে তাদের মধ্যে ১০জন এসআইকে জনস্বার্থে বদলি করা হয়েছে। তিনজনকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে সরকারি বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত নেতাকর্মীরা। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। সবগুলো মামলায় এখন পর্যন্ত ৪৯৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

/এমআর/
সম্পর্কিত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ঈদ উপহার পেলেন ১৫০০ সুবিধাবঞ্চিত মানুষ
সর্বশেষ খবর
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা