X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সুইজারল্যান্ডে বৈঠক করবেন পুতিন-বাইডেন

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২১, ১২:২৩আপডেট : ২৬ মে ২০২১, ১২:২৩
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার দীর্ঘ প্রতিক্ষিত বৈঠক আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হোয়াইট হাউজ ও ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে দুই নেতার প্রথম বৈঠক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের স্থিতিশীলতা আমরা নিশ্চিত করতে চাই। আর সেই কারণে দুই নেতা গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই আলোচনা করবেন।’ পরে তিনি সাংবাদিকদের আরও বলেন, বাণিজ্যিক বিমান অবতরণ করিয়ে বেলারুসের এক ভিন্নমতালম্বী সাংবাদিককে আটকের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার পরিকল্পনা বাইডেনের রয়েছে। তবে এই ঘটনায় রাশিয়ার কোনও সংশ্লিষ্টতা আছে বলে তারা বিশ্বাস করেন না বলে জানান পিসাকি।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত পারমাণবিক স্থিতিশীলতা সংক্রান্ত সমস্যা, করোনা মহামারি মোকাবিলা সংক্রান্ত সহযোগিতা এবং আঞ্চলিক সংঘাতের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

এর আগে বাইডেন জানিয়েছিলেন তিনি পুতিনের সঙ্গে আলোচনায় মার্কিন নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের চেষ্টা বন্ধ করতে বলবেন। এছাড়া মার্কিন নেটওয়ার্কে রাশিয়া থেকে চালানো সাইবার হামলা বন্ধ, ইউক্রেনের সার্বভৌমত্বে রুশ হুমকি এবং ক্রেমলিনের সমালোচক আলেক্সাই নাভালনিকে মুক্তি দিতে বলবেন।

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়