X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পরীমনির কী হন প্রিয়মনি?

সুধাময় সরকার
২৬ মে ২০২১, ১৭:০৬আপডেট : ০৭ জুলাই ২০২১, ০২:০৫

ঢাকাই চলচ্চিত্রে নতুন সংযোজন প্রিয়মনি। অভিষেক ছবি ‘কসাই’ দিয়ে ভালোই প্রশংসা ঘরে তুলছেন তিনি।

সঙ্গে দর্শকদের মনে প্রশ্ন তৈরি করেছেন, প্রিয়মনি পরীমনির বোন নয় তো! নাম তো বটেই, লোকে বলে চেহারা-শরীরেও নাকি দু’জনার বেশ মিল রয়েছে!

এমন প্রশ্নের জবাবে প্রিয়মনি বাংলা ট্রিবিউনকে ঝটপট জবাব দেন, ‘আমার আপি (বোন) হন তিনি। বড় আপি।’

প্রিয়মনির এমন জবাবে রহস্য আরও ঘনীভূত হলো! বলিউডের প্রিয়াঙ্কা-পরিনীতি ইস্যু নয় তো!

যদিও সেই রহস্য বেশিক্ষণ ধরে রাখেননি। পরী প্রসঙ্গে প্রিয় বললেন, ‘আমার অসম্ভব পছন্দের একজন নায়িকা ও বড় বোন পরীমনি। আমি আপিকে (আপা) চিনি বটে, তিনি আমাকে চেনেন কিনা জানি না! আমাদের একবার দেখা হলেও কথা বা পরিচয় এখনও হয়নি।’

‘তবে আমাদের নাম কাছাকাছি হলেও অর্থটা কিন্তু বেশ আলাদা। পরী তো পরীই, ধরাছোঁয়ার বাইরে থাকেন! আর প্রিয় মানে হৃদয়ের মধ্যে থাকে। অভিনয় দিয়ে সবার প্রিয় হতে চাই।’ নামের ব্যাখ্যা দিলেন প্রিয়।

সচেতনভাবেই জানালেন, প্রিয়মনি নামটি পরিবার থেকেই রাখা। যেখানে ফিল্মিক কোনও বিষয় ছিল না।

শৈশব থেকেই প্রিয়র মিডিয়ার প্রতি ছিল ঝোঁক। তবে কখনও নায়িকা হবেন তা ভাবেননি। নজরকাড়া গ্ল্যামারের সুবাদে ডাক পান চলচ্চিত্রে। প্রথম সিনেমা রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’। এতে প্রিয়মনির সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনও বাকি আছে। তবে মুক্তির দিক থেকে প্রিয়মনির দ্বিতীয় সিনেমা ‘কসাই’ হলো প্রথম সিনেমা। এতে তিনি কাজ করেন নিরব-অপুর বিপরীতে।

গেলো ঈদে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা দিয়েই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে লাস্যময়ী প্রিয়মনির।

পরীমনি ও প্রিয়মনি প্রথম সিনেমার ফলাফলে উচ্ছ্বসিত এই নায়িকা। বলেন, ‘প্রথম সিনেমা থেকে দারুণ সাড়া পাচ্ছি। কল্পনাও করিনি এত সাড়া পাবো। সত্যিই আমি ভাগ্যবান। কেউ আমাকে চিনেন না। ভালো করে কেউ নামটিও জানেন না, অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অভিনয়ের একের পর এক চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে সিনেমাপ্রেমীরা প্রশংসা করছেন। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।’

সিনেমা হলের বদলে প্রিয়মনির অভিষেক হলো ওটিটি প্ল্যাটফর্মে। এরজন্য খানিক মন খারাপ বটে। তবে, হাল ছাড়ছেন না এখনই। বললেন, ‘প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে অনেক ভালো লাগতো। কিন্তু করোনা পরিস্থিতি সব বদলে দিচ্ছে। এটাও ঠিক, গোটা দুনিয়ায় এখন ওটিটি’র জোয়ার। সে হিসেবে আমি রাইট ট্র্যাকেই আছি বলে মনে হচ্ছে।’

এদিকে ‘কসাই’ সুবাদে প্রিয়মনি সম্প্রতি প্রস্তাব পেয়েছেন দুটি ছবি ও একটি ওয়েব ফিল্মের। চলছে প্রস্তুতি। সে খবরগুলো জানাতে চান জুন মাসের প্রথম সপ্তাহে।

বললেন, ‘চটজলদি কোনও সিদ্ধান্ত নিতে ও দিতে চাই না। শুরুটা সুন্দর হলো। এখন সঠিকভাবে সামনের ধাপগুলো পার হতে চাই। সবার প্রিয় হতে চাই।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় স্থায়ী হতে চান পরীমণি
কলকাতায় স্থায়ী হতে চান পরীমণি
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
টলিউডের পরী যেমন…
টলিউডের পরী যেমন…
সোশ্যাল হ্যান্ডেলে চলছে পরী-বুবলীর ‘কপি-কাণ্ড’!
সোশ্যাল হ্যান্ডেলে চলছে পরী-বুবলীর ‘কপি-কাণ্ড’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…