X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্যারিস অলিম্পিক পর্যন্ত শাকিলদের কোচ কিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ২২:০৯আপডেট : ২৬ মে ২০২১, ২২:০৯

কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শাকিল আহমেদসহ অন্যদের কোচ হিসেবে কিম ইল ইয়াং আগেই এসেছেন। বুধবার এই দক্ষিণ কোরিয়ান কোচের সঙ্গে ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি করেছে শুটিং ফেডারেশন।

গুলশান শুটিং কমপ্লেক্সে ফেডারেশন সভাপতি লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করে ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ বলেছেন, ‘শুধু তাৎক্ষণিক প্রশিক্ষণ দিয়ে শুটারদের একটি টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা যায় না। কিম সিনিয়রদের পাশাপাশি জুনিয়র শুটারদের নিয়েও লম্বা সময় কাজ করে তাদের সত্যিকার সেরা শুটার হিসেবে তৈরি করবেন। সেজন্যই এই দীর্ঘমেয়াদে চুক্তি করা।’

কিমের অধীনে শুধু শাকিল আহমেদ, আরমিন আশা, আরদিনা ফেরদৌসদের মতো অভিজ্ঞরাই অনুশীলন করবেন না, বাংলাদেশ গেমসে আলো ছড়ানো উদীয়মান সাব্বির আলম-আনজিলা আমজাদরা তৈরি হবেন চার বছর পরের অলিম্পিকের জন্য।

এর আগে দুই দফায় কিম বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন। এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব নিয়ে কিম নিজেও ভীষণ আশাবাদী, ‘বাংলাদেশে প্রতিভার অভাব নেই। আশা করি তাদের মধ্য থেকে আমি সেরাটাই বের করে আনবো।’

মাসে ৫ হাজার ডলার বেতন দিতে হবে এই কোচকে। এ ব্যাপারে ইন্তিখাবুল বলেছেন, ‘অলিম্পিক অ্যাসোসিয়েশন আগামী আগস্ট পর্যন্ত তার বেতনটা দিতে রাজি হয়েছে। এরপর আমাদের কোনও পৃষ্ঠপোষকের সন্ধান করতে হবে। যদিও এ ধরনের টেকনিক্যাল খেলায় সহজে স্পন্সররা এগিয়ে আসতে চায় না। আর্চারি খুব ভালো একটি স্পন্সর পেয়েছে, সে কারণেই কিন্তু ওরা এগিয়ে যেতে পারছে। আমরা এখনও সেভাবে সাড়া পাইনি কারও কাছ থেকে।’

পিস্তলের কোচ ঠিক হলেও শুটিংয়ের আরেক সম্ভাবনাময় ইভেন্ট রাইফেলে এখনও কোনও বিদেশি কোচ নেই। টোকিও অলিম্পিক শেষে রাইফেলের জন্যও দীর্ঘমেয়াদি কোচ চূড়ান্ত করার আশার কথা শুনিয়েছে ফেডারেশন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা