X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
২৬ মে ২০২১, ২৩:৪৪আপডেট : ২৬ মে ২০২১, ২৩:৪৪

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

বুধবার (২৬ মে) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ১৩ই জুন থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান। বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে ঢাবি উপাচার্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একথা বলেন।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভ্যাকসিনেশন কার্যক্রম কোথায়, কতদূর? পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জাতীয় যে বিধিনিষেধ আছে, সেগুলো কি, কোথায়? সেই বিষয়গুলো আলোচনা হলে আমরা সিদ্ধান্তে জানাতে পারবো। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে।

শিক্ষার্থীদের ভ্যাকসিন কবে নাগাদ নিশ্চিত করা হবে-জানতে চাইলে তিনি বলেন, সরকার যথাসময়ে জানাবে। যখন সরকার উদ্যোগ নেবে শিক্ষার্থীদের মোবাইলের মাধ্যমে যথাযথ প্রটোকল অনুসরণ করে জানিয়ে দেওয়া হবে। ভ্যাকসিন দিতে শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এদিকে আজ বিকাল সাড়ে তিনটায় শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় আগামীকাল(২৭) উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার পর যদি তিনি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোনও স্পষ্ট বক্তব্য না দেন তাহলে রবিবার থেকে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কীভাবে দেখছেন-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, লকডাউন-প্যানডেমিকের ভেতরে সিদ্ধান্তগুলো সমন্বিতভাবে নিতে হবে আমাদের।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি