X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানবপাচার চক্রের চার সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ২০:০৭আপডেট : ২৭ মে ২০২১, ২০:০৭

লোকজনকে বিদেশ পাঠানোর নামে দালালদের কাছে বিক্রি করার অভিযোগে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৬ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৭ মে) সকাল পর্যন্ত চলা অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনীর দাগনভূঞা ও ঢাকার পল্টন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো— কামরুল হাসান চৌধুরী (৪০), মাইনুদ্দিন হাসান চৌধুরী (৪৪), নিজাম উদ্দিন মাসউদ (৩৮) ও ফেয়ার ট্রেড ইন্টারন্যাশনালের মালিক জালাল উদ্দিন (৫৫)। এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, চেক বই ও স্ট্যাম্প সিল জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, ভিকটিম আলফাই আল হোসাইন অভিযোগ দায়ের করেন যে, ডিউটি ৮ ঘণ্টা, থাকা-খাওয়া ফ্রি, বেতন ৫৫ হাজার টাকা এবং আট বছর পর ছুটিতে দেশে ফেরার জন্য কোম্পানি বিমান ভাড়া দেবে। এই শর্তে ক্রোয়েশিয়ায় রেস্টুরেন্টে ভালো কাজের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচারকারী চক্র তাকে ক্রোয়েশিয়া যাওয়াযর জন্য রাজি করায়।

আলফাই আল হোসাইন আরও অভিযোগ করেন, ক্রোয়েশিয়া যাওয়ার খরচ বাবদ ৮ লাখ ৫০ হাজার টাকা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, আসামিরা প্রথমে ভিকটিমের ভারতীয় ভিসা তৈরি করার পর ক্রোয়েশিয়ার ভিসা তৈরির জন্য তাকে দিল্লিতে নিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তা জানান, দিল্লিতে যাওয়ার পর ভিকটিমের জন্য ৪৫ দিন মেয়াদি ক্রোয়েশিয়ার একটি সি টাইপ-১ ভিসা অনুমোদন করানো হয়। সারাবিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত হলেও মানবপাচারকারীরা ভিকটিমকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ক্রোয়েশিয়ার জাগরিব এলাকায় পাঠায়। ক্রোয়েশিয়া যাবার পর প্রবাসী বাংলাদেশি দালাল মো. সাইফুল ইসলাম ভিকটিমকে বিদেশি দালালের কাছে ১৫শ’ ইউরোতে বিক্রি করে দেয়। তখন ভিকটিম বুঝতে পারেন যে, তিনি আসলে পাচারকারীদের কবলে পড়েছেন। বিদেশি দালালরা ভিকটিমকে স্লোভেনিয়া হয়ে ইতালিতে পাঠানোর জন্য তার কাছে তিন লাখ টাকা দাবি করে। তখন ভিকটিমের  পরিবার  কামরুল হাসান চৌধুরীর অ্যাকাউন্টে তিন লাখ টাকা পাঠায়। এরপর ভিকটিম দেশে ফিরে আসার ব্যবস্থা করার জন্য কামরুল হাসান চৌধুরীকে অনুরোধ জানান। এতে ভিকটিমের ওপর বিদেশি দালালদের নির্যাতন বেড়ে যায়। এক পর্যায়ে ভিকটিম পালিয়ে এসে ক্রোয়েশিয়ায় অবস্থিত ইন্টান্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন সংস্থায় যোগাযোগ করেন। তাদের সহযোগিতায়  গত ১২ মে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরে আসেন আলফাই আল হোসাইন।

র‌্যাব জানায়, আটক আসামিরা মানবপাচারের  সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামি সাইফুল এর আগেও র‌্যাব-৩ এর হাতে গ্রেফতার হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে সে ক্রোয়েশিয়ায় পালিয়ে যায়।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
দুই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ‘বালি প্রসেসের’ প্রতিনিধি দলের সাক্ষাৎ
শতাধিক বাংলাদেশি উদ্ধারমানবপাচারের দায়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মালয়েশিয়া
ইউরোপে যাওয়ার পথে ৭৯ শতাংশ বাংলাদেশি নির্যাতনের শিকার: গবেষণা
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন