X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে মার্কিন উদ্যোগের কড়া জবাব দিলো চীন

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২১, ২১:১২আপডেট : ২৭ মে ২০২১, ২১:১২
image

চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে কিনা তা আবারও খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের নেওয়া উদ্যোগের কঠোর সমালোচনা করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ এই ইস্যুতে যুক্তরাষ্ট্র রাজনৈতিক দোষারোপ ও দায় চাপানোর কৌশল নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। ভাইরাসটির উৎপত্তির জন্য চীনের পশু বিক্রির একটি বাজারের কথা বলা হলেও যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে উহানের একটি ভাইরাস গবেষণাগার থেকে এটি ছড়িয়েছে। পরে এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তে সহায়তা করে চীন। মার্চে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়,এই সংক্রমণ গবেষণাগার থেকে ছড়িয়েছে এটা প্রমাণ করা খুবই কঠিন। সেখানে বলা হয়, সম্ভবত বাদুড় থেকে কোনো একটি প্রাণীর মাধ্যমে বাহিত হয়ে এই ভাইরাসের সংক্রমণ মানুষের মাঝে ছড়িয়েছে। 

বুধবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস কোন জায়গা থেকে ছড়িয়েছে তা তদন্ত করে দেখতে গোয়েন্দা সংস্থাগুলো নির্দেশ দেন। তাদের এ সংক্রান্ত প্রচেষ্টা দ্বিগুণ করে আগামী ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। চীনের ল্যাব থেকেই ভাইরাসটি দুর্ঘটনাবশত ছড়িয়েছে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের খবর প্রকাশের পর এই নির্দেশ দিয়েছেন বাইডেন।

আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। হোয়াইট হাউজের বিবৃতির পরই ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কিছু রাজনৈতিক শক্তি দোষ চাপানো এবং রাজনৈতিক কারসাজির পথ বেছে নিয়েছে।’ কোভিড-১৯ এর উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় অনুসন্ধান শুরু করার প্রস্তুতি নেওয়ায় চাপে আছে চীন।

ওয়াশিংটন দূতাবাসের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মার্কিন উদ্যোগের কড়া সমালোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে দেখা যাচ্ছে ‘যুক্তরাষ্ট্র প্রকৃত ঘটনা বা সত্যের ধার ধারে না আর ভাইরাসের উৎস নিয়ে বিজ্ঞান ভিত্তিক গুরুত্ববহ গবেষণায় তাদের কোনও স্বার্থ নেই।’ তিনি বলেন, ‘তারা বিজ্ঞানের প্রতি অশ্রদ্ধাশীল এবং মানুষের জীবনের প্রতি দায়িত্বজ্ঞানহীন।’ মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মিথ্যা তথ্য ছড়ানোর বহু অন্ধকার ইতিহাস রয়েছে।’

/জেজে/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন