X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কর্মস্থলে যোগদানের স্থগিতাদেশ তুলে দেওয়ার অনুরোধ নিয়োগপ্রাপ্তদের

রাবি প্রতিনিধি
২৭ মে ২০২১, ২২:৫৩আপডেট : ২৭ মে ২০২১, ২২:৫৩

কর্মস্থলে যোগদানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া স্থগিতাদেশ তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মাধ্যমে এডহকে নিয়োগপ্রাপ্তরা। বৃহস্পতিবার উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-সংক্রান্ত সকল কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়ার আহ্বান জানান।

এর আগে গত ১৯ মে এডহকে নিয়োগপ্রাপ্তরা সংবাদ সম্মেলন করে কর্মস্থলে যোগদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিস চালু হলে তারা যোগদান করতে আসেবন বলে জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  বিজ্ঞপ্তি অনুসারে বুধবার ঈদের ছুটি শেষ হয়। সেই হিসেবে বৃহস্পতিবার থেকে  সব অফিস চালু হওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে, আগামী ৩০ মে পর্যন্ত অফিস ও ১২ জুন পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় অর্ধশতাধিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি জমায়েত হন। যার একটি বড় অংশ ছিল ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী। এদিন সকাল থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। সিনেট ভবন, বুদ্ধীজীবী চত্বর এবং প্রশাসন ভবনের সামনে এদের অবস্থান দেখা যায়।

দুপুর দেড়টার দিকে নিয়োগপ্রাপ্তদের ১১ জনের একটি প্রতিনিধি দল অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করতে প্রশাসন ভবনে যায়। প্রতিনিধি দলের সবাই ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী। অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করে। এসময় রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা উপাচার্যকে নিয়োগ সংক্রান্ত সকল স্থগিতাদেশ তুলে দেওয়ার আহ্বান জানিয়েছি। কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করার অনুরোধ করেছি। তিনি আমাদের  জন্য সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জানতে চাইলে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘তারা যোগদানের ব্যাপারে বলেছে। যেহেতু এখন শিক্ষা মন্ত্রণালয়ের একটা নিষেধাজ্ঞা আছে, তাই সেটা ব্যতিরেকে আমাদের তো কিছু করার ক্ষমতা নেই। বৈধ বা অবৈধ যে উপায়ে হোক তারা যেহেতু নিয়োগ পেয়েছে। আমি তাদের বলেছি রাজনৈতিক পর্যায়ে যোগাযোগের জন্য। আমরাও যোগাযোগ করবো।

 

/এফএএন/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
প্রকৌশলীদের গাফিলতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদে ধস
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক