X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২০৩০ সালের মধ্যে ‘গ্রিন’ বিনিয়োগ তিনগুণ করার আহ্বান

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২১, ০০:২১আপডেট : ২৮ মে ২০২১, ০০:২১
image

নতুন এক প্রতিবেদনে প্রকৃতিভিত্তিক সমাধানে বিনিয়োগের পরিমাণ ২০৩০ সাল নাগাদ তিনগুণ আর ২০৫০ সাল নাগাদ চারগুণ করার আহ্বান জানানো হয়েছে। অবস্থার পরিবর্তন না হলে এই গ্রহ এবং মানব জাতির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলে সতর্কও করা হয়েছে ওই প্রতিবেদনে। স্টেট অব ফাইন্যান্স ফর নেচার রিপোর্টে এসব তাগিদ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্টেট অব ফাইন্যান্স ফর নেচার প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ), ইকোনোমিকস অব ল্যান্ড ডিগ্রেডেশন ইনিশিয়েটিভ এবং ভিভিড ইকোনোমিকস। এতে অর্থায়ন করেছে জার্মানি ও লুক্সেমবার্গ সরকার।

নতুন ওই প্রতিবেদনে জানানো হয়েছে বর্তমানে প্রকৃতিভিত্তিক সমাধানে বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি খাতে ১৩ হাজার তিনশ’ কোটি ডলার বিনিয়োগ রয়েছে। ২০৩০ সাল নাগাদ এর পরিমাণ ৩৫ হাজার কোটি ডলারে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। না হলে ২০৫০ সাল নাগাদ চার লাখ দশ হাজার কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের জলবায়ু ও পরিবেশ বিষয়ক নেতা এবং রিপোর্টটির অন্যতম লেখক টেরেসা হার্টম্যান বলেন, এই বিনিয়োগ করা সম্ভব কিন্তু করা হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা যদি বিদ্যমান আর্থিক প্রবাহ, পুনরুদ্ধার প্যাকেজ, ভর্তুকি, ট্যাক্স রেভেনিউ গ্রহণ করি-আর সেগুলো পুনঃনির্দেশ করি তাহলে এই লক্ষ্য বাস্তবায়ন খুবই সম্ভব।’

প্রতিবেদনটির লেখকেরা রাজনৈতিক নেতা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে করোনাভাইরাস মহামারির সুযোগকে কাজে লাগিয়ে আর্থিক প্রণোদনাগুলো সবুজ পৃথিবী গড়ায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। হার্টম্যান বলেন, ‘পুনরুদ্ধারে এই মুহূর্তে বিপুল ব্যয় করা হচ্ছে, কিন্তু এটি ঠিক জায়গায় খরচ হচ্ছে না। আমাদের সামনে এই মুহূর্তে সত্যিকার সুযোগ আছে আবারও ভালো পৃথিবী গড়ে তুলবার।’

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন