X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পদ্মায় ট্রলারডুবি, চলছে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ

শরীয়তপুর প্রতিনিধি
২৮ মে ২০২১, ১২:৫৩আপডেট : ২৮ মে ২০২১, ১২:৫৩

নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পৌলান মোল্লাকান্দি থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে পদ্মায় ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার কাজ চলছে। শুক্রবার (২৮ মে) সকাল ৮টা থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানান, জাজিরা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া। ধারণা করা হচ্ছে শিশুসহ এখনও অন্তত চার জন নিখোঁজ রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৭) পদ্মায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বৈরি আবহাওয়া ও অন্ধকার নেমে আসার কারণে রাতে উদ্ধার কাজ শুরু হলেও পরে তা বন্ধ রাখা হয়। ঘটনার পরে স্থানীয়রা বিভিন্ন নৌযান দিয়ে ১৪ জনকে উদ্ধার করে। এর মধ্যে সন্ধ্যা সাতটার দিকে একজনের মৃতদেহ উদ্ধার করে। ছয় জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করো হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান, মুন্সীগঞ্জ হয়ে আরও পাঁচ জন চলে যায় আর এ দিকে ট্রলারের মাঝি দু'জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ট্রলারডুবির ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকনের বাড়ি শরীয়তপুরে জাজিরা উপজেলার আকনকান্দি গ্রামের। তিনি মৃত হাবিব খানের ছেলে। সকালে তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাজ সম্পন্ন হয়।

নৌপুলিশ মাঝিরঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মৃদুল চন্দ্র কাপালিক বলেন, গতকাল রাত ৮ টা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়েছিলো। বৈরি আবহাওয়া ও অন্ধকার থাকায় উদ্ধার কাজ বন্ধ করা হয়। সকাল থেকে উদ্ধার কাজ আবার শুরু করি।

জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, বৃহস্পতিবারে ট্রলারডুবির ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়। তার ভেতরে একজনকে মৃত উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা, আজ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কাজ সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে আরও চার জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ট্রলারের মাঝি দু'জন পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা