X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শ্যাম পুলকের কবিতা

শ্যাম পুলক
২৯ মে ২০২১, ২২:০৫আপডেট : ২৯ মে ২০২১, ২২:১২

বাস্তবতা

অবশেষ দেখতে ইচ্ছে করে আমার মৃত খসখসে শীতল মুখটি।
উঠে দাঁড়াই।
হেঁটে হেঁটে যাই মসৃণ আয়নার সামনে—
তাকিয়েই চমকে উঠি।
ওহ! আমি মৃত নই, আমি মৃত নই!
সে এক ভয়ংকর বাস্তবতার মুখোমুখি হই।



দিগন্তের মাঠের যে পথ ধরে উন্মাদ চাঁদ ওঠে

দিগন্তের মাঠের যে পথ ধরে উন্মাদ চাঁদ ওঠে, সে মাঠের পথে সাপটি মরে পড়ে আছে। মৃত সাপ, বেঁচে থাকার জন্য কোনো গর্ত খুঁজে পায়নি। পায়নি অথবা খোঁজেনি। যার আকাশে অমাবস্যা নেই, পৃথিবীর তারাহীন ভবিষ্যৎ তারই উন্মাদনায় ভয় পেয়ে ও মদ্যপ হয়ে মাঠে ঘুরে বেড়িয়েছে। ঘুরে বেড়িয়েছে, বেহুলা যেভাবে আগুন ও আলোর সম্ভাবনা টের পেয়ে ঘুরেছিল। তার সফলতা ও ঐশ্বর্যে সাপটি ঘুরে বেড়িয়েছে। কিন্তু এখন অবুঝ বিপন্ন শিশিরসিক্ত ঘাসের উপরে মৃত,—আদতে আহ্লাদিত সূর্যের কিরণ প্রাণের নির্যাসের লোভ ছাড়েনি। তখন যত সময় পেরিয়ে এসেছে, তার চেয়ে বেশি বয়সে লুকিয়ে সাপটি নিস্তব্ধতার সুর পেয়েছে, সহস্র শতাব্দী যেভাবে মরে গেছে। তার মৃত্যুর গভীর হতে যে সংগীত আয়োজন শুরু হয়েছে, পিতা, কন্যার অভিমান ক্ষোভ বা দ্বন্দ্ব, তার একান্তে তাকে কে প্রশ্নবিদ্ধ করবে? কে জ্যোৎস্নার মতো মসৃণ আলো ও অভিশাপকে প্রত্যাখ্যান করবে? যেভাবে আসন্ন মৃত্যুর সঙ্গে সংগমরত গোধূলি, গণদেবতা কিংবা কোনো ডালিমকুমার, কোনো প্যাঁচা রাতে ওকে মেরে ফেলে যায়নি।

আমরা যারা সন্ধ্যায় তার মৃত্যু কামনা করেছি, সকালে তারা নিজেদের চিনতে পারিনি, অথবা সবে টের পেয়েছি। বহু শতাব্দী আগে যা ঘটে গেছে, রটে গেছে, যেভাবে তা অভিমান-ক্ষোভে ঘুরে বেড়িয়েছে, বাগানের ঘ্রাণ বা বইয়ের অক্ষরের মতো তা সাগরের অতলে লুকানো ছিল।

 


মৃত্যুপুরাণ

শরতের রাতে নির্বিষ ঢোঁড়াসাপ, পুকুরের পাড়ে সময় পোহায়। উষ্ণতার ভাপ নেয়। জলের সাথে তার যতটা গভীর সম্পর্ক ও যে যে তার বিষ চুরি করে খেয়েছে, এমন নয় সেসব তাকে ভুলিয়ে রাখা যায়। কিন্তু তাতে তার আর কিছুই যায় আসে না—রূপকথার মতো লাগে। তার ক্লান্তি ও সহজ শুদ্ধ শান্তি—দুইই তাকে পেয়ে বসে। তার হলুদ ডোরাকাটা দাগ জ্যোৎস্না পেয়ে বসে না—কালোয় খাপ খাইয়ে নেয়। শেষরাতে বৃষ্টি এলে নড়েচড়ে না। বৃষ্টির ফোঁটা তার কুণ্ডলী পাকানো দেহে পড়ে পুকুরে পিছলে যায়—জীবনের ভাব শুদ্ধ করে। ভোরে সূর্যের ধোঁয়াশাচ্ছন্ন আলো টেঁটার মতো তার শরীরে এসে বেঁধে—প্রতিবাদ করে না। তেমন কোনো ভাষার অভাববোধ করে না—পূরাণের পুঁথি গাঁথার ইতিহাস উষ্ণতা পায়। শরীর পোড়ায়, পুড়তে থাকে।

 


বৃষ্টির আগে কাফকা

বৃষ্টির আগে কাফকা একা একা হেঁটে চলে গেছে—
সন্ধ্যা ফুরায়নি।
আমরা তখনো পাথরের আগুন জ্বালিয়ে নিভে যাবার অপেক্ষায় থাকি।
বৃষ্টি ফুরায়-
অর্চিতা ডানা মেলে দাঁড়ায়
নবীন আকাশ মেঘ বুঝে নিয়ে আমরা তখনো জলের;
আর ফিরব না,
অবশ মুহূর্তের ঘুড়ি, পাহাড় বুঝে নিয়ে
তখনো অপেক্ষায় আমরা। আমরা তখনো একে অপরের।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ