X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুলালের কবিতাযাত্রা এবং দুলালসমগ্র

লুৎফর রহমান রিটন
৩০ মে ২০২১, ১১:২২আপডেট : ৩০ মে ২০২১, ১১:২২

[এই লেখায় কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল রচিত ২৪টি কাব্যগ্রন্থের নাম রয়েছে।]

০১

আমাদের কবিতার অঙ্গনে সাইফুল্লাহ মাহমুদ দুলাল একটি অনিবার্য নাম। নিজের স্বকীয়তা প্রমাণের জন্য ‘ঐক্যের বিপক্ষে একা’ দাঁড়াতেও দ্বিধা করেন না দুলাল।
দ্বিধাহীন নিঃশঙ্কচিত্ত দুলাল ‘অপেক্ষায় আছি প্রতীক্ষায় থেকো’ বলে গতানুগতিক চিরায়ত প্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হবার পরপরই সবাইকে চমকে দিয়ে ঘোষণা দিতে পারেন—‘তবু কেউ কারো নই’। সাইফুল্লাহ মাহমুদ দুলালের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনকে প্রায়শই এলোমেলো করে দেয় ‘তৃষ্ণার্ত জলপরী’রা।

‘শহরের শেষ বাড়ি’তে বসবাস করেও প্রজন্মের কবিদের মধ্যে দুলালই সর্বপ্রথম অবলোকন করেন ‘ঘাতকের হাতে সংবিধান’।
‘পরের জায়গা পরের জমিন’-এ দাঁড়িয়ে বিপন্ন স্বদেশের ক্ষত-বিক্ষত মানচিত্র দেখে বিক্ষুব্ধ আহত বেদনার্ত বিমূর্ত উচ্চারণ—‘একি কাণ্ড পাতা নেই’!

বাংলা কবিতার অভিভূত পাঠক তাঁর ‘দ্রবীভূত গদ্যপদ্য’ পাঠ শেষে ‘এলোমেলো মেঘের মন’-এ নিজের চিন্তা চেতনা, মনন-মেধার প্রতিবিম্ব প্রতিফলন হতে দেখেন। ‘নির্জনে কেন এতো কোলাহল’? দুলালের এই প্রশ্নের জবাব খুঁজতে পাঠককে ফের ফিরে যেতে হয় কোলাহলপূর্ণ সেই জনারণ্যেই।

পৃথিবীজুড়ে নরনারীর সামাজিক-মানসিক-মানবিক-শারীরিক জটিল সম্পর্কের যোগ-বিয়োগ-গুণ-ভাগের ম্যাথ ও মিথের মিথস্ক্রিয়ায় ‘নিদ্রার ভেতর জেগে থাকা’ কীর্তিমান এই কবির প্রকাশিত অপ্রকাশিত কাব্যগ্রন্থের ‘ঘৃণিত গৌরব’সমূহ তাঁর কবিতাসমগ্রকে দিয়েছে অপরূপ পরিপূর্ণ এক কাব্যিক অবয়ব।


০২

শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটনের সঙ্গে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল

'রবি ঠাকুরের প্রাইভেসি'-র খোঁজে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল 'ফেরোমনের গন্ধে নেশাগ্রস্ত প্রজাপতি'-র মতো ঘুরে বেড়ান 'নীড়ে নিরুদ্দেশে'। যে কারণে অস্থিরচিত্ত ভুলোমন কবি ভুলে যান 'পাখিদের গ্রামে আজ একটি গাছের সাথে সাক্ষাৎ করার কথা'। দুলালের কেবলই মনে হয়—'আমার সঙ্গে শেখ মুজিবের দেখা হবে আজ'।

যখন সমাজের অধিকাংশ মানুষ আত্মকেন্দ্রিকতার শিখরে পৌঁছে আত্মরতিতে ঘুম জর্জর, তখন অতন্দ্র প্রহরীর মতো একজন কবিই ঘোষণা দিতে পারেন—'সাতে নেই, পাঁচে আছি'। এবং 'পাখিদের অবিবাহিত জীবন' যাপন অবলোকন করতে গিয়ে তাদের 'সঙ্গমের ভঙ্গিগুলো' রপ্ত করে আসেন। তারপর 'প্রেমের আগে বিরহে পড়েছি' বলে 'তিন মিনিটের কবিতা' রচনায় নিমগ্ন হন।

একজন সত্যিকারের প্রেমিকার খোঁজে দুলাল চষে বেড়ান টেকনাফ থেকে তেঁতুলিয়া, সমগ্র বাংলাদেশের এবাড়ি ওবাড়ি। অতঃপর কবিতার পঙ্‌ক্তির মতো পরিবর্তন করতে থাকেন মানচিত্র, একের পর এক। একটা ঘোরের মধ্যে এইদেশ সেইদেশ পরিভ্রমণ সমাপ্ত করেও কাঙ্ক্ষিত সেই নারীর সাক্ষাতে ব্যর্থ হয়ে শেষমেশ প্রেমিকার উদ্দেশ্যে দীর্ঘশ্বাসের অক্ষরে রচনা করেন প্রচ্ছদ প্রতিবেদন, যার শিরোনাম—'তোমার বাড়ি কত দূর'...।

বন্ধু দুলালের বর্ণাঢ্য কবিতাযাত্রায় আমার শুভ কামনা।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!