X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘আন্দোলনের ভয়ে সরকার আগামী নির্বাচন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায়’

ঢাবি প্রতিনিধি
৩০ মে ২০২১, ১৭:৩৪আপডেট : ৩০ মে ২০২১, ১৭:৩৪

ছাত্র আন্দোলনের আশঙ্কায় আগামী নির্বাচন পর্যন্ত সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে তৈরি- বলে মন্তব্য  করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুল। রবিবার (৩০ মে) সকাল সাড়ে এগারোটায় রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে 'হল-শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও' ব্যানারে আয়োজিত শিক্ষার্থীদের  আন্দোলনে সংহতি জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আসিফ নজরুল ইসলাম বলেন, এই যে গার্মেন্টস খোলা, কলকারখানা খোলা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা, গণপরিবহন খোলা, উৎসব হচ্ছে আয়োজন হচ্ছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? আমি মনে করি এর দুটো কারণ আছে। এক সরকারের মধ্যে থাকা বৈষম্যের নীতি। সরকারে যারা আছে ও বড় বড় আমলা যারা আছে তাদের অধিকাংশের সন্তান বিদেশে পড়াশোনা করে বা দেশের মধ্যে বড়বড় ইংরেজি মিডিয়াম স্কুল গুলোতে পড়াশোনা করে।  তাদের পড়াশোনায় কোনও ক্ষতি হচ্ছে না। পড়াশোনায় অসুবিধা হয় সাধারণ মানুষের সন্তানদের। শুধু বিশ্ববিদ্যালয় নয়, প্রাথমিক, মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেখানকার শিক্ষার্থীদের  নিয়ে এই ক্ষমতাসীনদের যে নিষ্ঠুর আচরণ তা বাংলাদেশের সংবিধানের যে বৈষম্যের নীতি আছে তার সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

আরেকটি কারণ হলো, শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও এই সরকারের কাছে শাসন জাতির মেরুদণ্ড। তাই শাসনকে অব্যাহত রাখার জন্য যেটা দরকার সেখানে তাদের সমস্যা নেই। সমস্যা শুধু রাজনীতি আর শিক্ষা নিয়ে। এ দুটোকে বন্ধ রাখতে পারলে সরকার নিরাপদে থাকে। মনে হচ্ছে যদি সম্ভব হয় আগামী নির্বাচন পর্যন্ত সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে তৈরি আছে।

‘আন্দোলনের ভয়ে সরকার আগামী নির্বাচন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায়’

বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে প্রশাসন নীরব থাকায় প্রশাসনকে মৃত প্রশাসন আখ্যা দিয়ে  ১লা জুন বেলা বারোটায় রাজু ভাস্কর্য থেকে প্রতীকী খাটিয়া মিছিল করার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ। সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের কিছুক্ষণ সামনে অবস্থান নেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
রূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট