X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সামান্থার মুখ খোলা বারণ

বিনোদন ডেস্ক
৩০ মে ২০২১, ২১:০৯আপডেট : ৩০ মে ২০২১, ২১:৪৬

আমাজন প্রাইমে ৪ জুন আসছে হিন্দি ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন। আর আগে থেকে প্রচণ্ড উত্তাপ ছড়াতে শুরু করেছে সিরিজটি। বিতর্ক উঠেছে এতে শ্রীলঙ্কার স্বাধীনতাকামী তামিলদের চিত্রায়ণ নিয়ে।

সিরিজে ওই গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছেন দক্ষিণের মেগাস্টার সামান্থা আক্কিনেনি। বলিউড হাঙ্গামার রিপোর্টে বলা হয়েছিল, সামান্থাকে নাকি ওই সিরিজে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে দেখানো হয়েছে। আর তাতেই ফেটে পড়ে ভারতের তামিলনাড়ুর লোকেরা। আর সেই সূত্রে আপাতত সামান্থার ওপর ‘গ্যাগ অর্ডার’ তথা মুখ সেলাই করে বসে থাকার নির্দেশনা ইসু করেছে আমাজন প্রাইম।

বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে বলেছে, সামান্থা নিজে যদিও এমন কিছু তাদের বলেনি, তবু তাকে এ আদেশ দিয়েছে প্রাইম।

ব্যাপারটা একেবারে মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছিল। তামিলনাড়ুর তথ্য ও প্রচার বিষয়ক মন্ত্রী মানো থাঙ্গোরাজ রাজ্যের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ইউনিয়ন মিনিস্টারকে চিঠিও লিখেছেন, যাতে ওটিটি প্লাটফর্মে শো’টির প্রচার নিষিদ্ধ করা হয়।

তবে পুরো বিষয়টা খোলাসা না করে আপাতত এ নিয়ে চেপে যাচ্ছে আমাজন প্রাইম। তাদের বাণিজ্য বিষয়ক এক মুখপাত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘সিনেমা বা সিরিজের কিছু চরিত্রের চিত্রায়ণ নিয়ে প্রতিবাদ হয়েই থাকে। এখানে ট্রেলারে লোকজন সামান্থা অভিনীত চরিত্রটার একটা অংশ দেখেছেন মাত্র। পুরোটা কিন্তু তারা দেখেননি।’

আপাতত মুক্তির আগে বিতর্কিত এ ইস্যু নিয়ে মুখ খুলছে না আমাজন প্রাইমও। কারণ, ব্যবসা তো তারা ভালোই বোঝেন। যত বেশি বিতর্ক তত বেশি আগ্রহ জমবে দর্শকের। সিরিজও তত হিট। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকা মনোজ বাজপেয়ি শুধু হাসিমুখে এটুকু জানালেন, সামান্থার মতো মেগাস্টারের সঙ্গে কাজ করার সময় তিনি খানিকটা নার্ভাসই ছিলেন।

সিরিজের দুই পরিচালক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে জানালেন, তামিল মানুষ ও সংস্কৃতির প্রতি পূর্ণ সম্মান রেখেই চিত্রনাট্য সাজানো হয়েছিল। আর তাই তামিল দর্শকদের প্রতি তাদের অনুরোধ, সিরিজটি দেখার আগ পর্যন্ত তারা যেন আগেভাগে বেশি কিছু ভেবে না বসেন।

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়