X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ড্রামে ভরে পুকুরে ফেলা লাশের রহস্য উদঘাটন পুলিশের

নওগাঁ প্রতিনিধি
৩০ মে ২০২১, ২১:৩৪আপডেট : ৩০ মে ২০২১, ২১:৩৪

নওগাঁয় ৪০ দিনে ক্লু-লেস একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে মূল আসামিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, গত ১৯ এপ্রিল গ্রাম পুলিশ সদস্য আব্দুল আজিজের মাধ্যমে রানীনগর থানা পুলিশ জানতে পারে উপজেলার মিরাট ইউনিয়নের মারিয়া গ্রামের পুকুরে একটি ড্রামে লাশ ভাসছে। পুলিশ, পিবিআই ও সিআইডি ক্রাইম সিন রাজশাহীর সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির বয়স ৩৫ বছর। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

পুলিশ শুরু থেকে ধারণা করেছিল, ১৮ থেকে ১৯ এপ্রিল ভোরবেলার যেকোনো সময় কে বা কারা তাকে হত্যা করে ফেলে যায়। পরবর্তীতে পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে লাশের পরিচয় জানা হয়। তার নাম মো. শহিদুল ইসলাম। তিনি আত্রাই উপজেলার বাউল্যাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ১৭ এপ্রিল ট্রলি কেনার জন্য ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে নওগাঁ শহরে যান শহিদুল। ওই দিন সন্ধ্যার পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার লাশ পাওয়া যায়। গত ২৮ মে ঘটনায় জড়িত সন্দেহে আত্রাই উপজেলার বাজে ধনেশ্বর গ্রামের মমতাজ সরদারের ছেলে আলম সরদার (৩৫) ও বাউল্যাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনুর রশিদ ঋতু (২১) এবং মান্দা উপজেলার বড়পই গ্রামের ইয়াছিন দেওয়ানের ছেলে জুয়েল রানা ও মৃত বয়েন উদ্দিনের ছেলে বুলবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।

তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই দিনই হত্যাকাণ্ডের মূলহোতা মান্দা উপজেলার দুর্গাপুর মধ্যপাড়ার মৃত আব্দুস সামাদ ওরফে লাটুর ছেলে মো. সজিব (২৩) এবং দুর্গাপুর সোনারপাড়া গ্রামের বাহার আলীর ছেলে সোহেল রানাকে (২৫) গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যে লাশ বহনকারী ঢাকা-মেট্রো-ন-১৪-৮৪৫৫ নম্বরের একটি পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়। তারা স্বীকার করেছেন শহিদুলকে জনৈক মো. আব্দুল জব্বারের ভাড়া বাসায় হত্যা করে ড্রামে ভরে রাত ১১টার দিকে পিকআপে করে ওই স্থানে ফেলে দেয়। ২৯ মে তাদের আদালতে সোপর্দ করা হয়। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ একেএম মামুন চিশতী ও সদর সার্কেল আবু সাঈদ, রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জুয়েলসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

/এএম/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা