X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশে ধনী ও গরিবের ডিজিটাল বৈষম্য রয়েছে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ২১:৫২আপডেট : ৩০ মে ২০২১, ২৩:০৫

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, করোনাকালে আমরা দেখেছি, গ্রাম ও শহরে, ধনী ও গরিবের মধ্যে ডিজিটাল বৈষম্য আছে। ফলে সব ছেলেমেয়েকে সমানভাবে শিক্ষার ব্যবস্থা করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আসন্ন বাজেটে শিক্ষাসহ এসব খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।’

রবিবার (৩০ মে) বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘করোনা অভিঘাতে বর্তমান শিক্ষা সংকট এবং উত্তরণের উপায় ও আমাদের করণীয়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় হাসানুল হক এসব কথা বলেন। 

ইনু বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় কমতি-ঘাটতি রয়েছে। দেশে অনেক ধরনের শিক্ষা আছে। ইংরেজি, বাংলা, মাদ্রাসা, কিন্ডার গার্টেনের বিভিন্ন ধরনের শিক্ষা বিভিন্ন মানুষ তৈরি করে। শিক্ষার একটা মান থাকতে হবে। প্রাথমিক অথবা মাধ্যমিক পর্যায়ে একই ধরনের শিক্ষা থাকতে হবে। মানবসম্পদ গড়তে সর্বজনীন শিক্ষার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমরা এখন তৃতীয় বা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে রয়েছি। উন্নত দেশ গড়তে সবার জন্য ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে হবে।’

সভায় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি অভিযোগ করেন, সরকার ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার যে বিকল্প ব্যবস্থা করেছে, তা সফল হয়নি। এ অবস্থা থেকে বের হয়ে আসার উপায় খুঁজতে হবে।’

আহসান হাবীব শামীমের সভাপতিত্বে ও রাশিদুল হক ননীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন, ড. মো. খোরশেদ আলম, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু, শরিফুল কবির স্বপন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
সরকার উৎখাতের রাজনীতির খেলার স্থায়ী সমাধান দরকার: ইনু
শেখ হাসিনাকে জাসদের অভিনন্দন
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা