X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হোয়াটসঅ্যাপের নতুন সিদ্ধান্ত

দায়িদ হাসান মিলন
৩০ মে ২০২১, ২২:৩৩আপডেট : ৩০ মে ২০২১, ২৩:০০

কিছু দিন আগে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনে হোয়াটসঅ্যাপ। এখনও অনেক ব্যবহারকারী নতুন ওই পলিসি গ্রহণ করেনি। গুঞ্জন উঠেছিল, নতুন নীতি গ্রহণ না করলে বেশ কিছু সেবা থেকে বঞ্চিত হবেন ব্যবহারকারীরা। তবে এ ধরনের কোনও পদক্ষেপ নেবে না হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের যেসব ব্যবহারকারী এখনও প্রতিষ্ঠানটির নতুন নীতি গ্রহণ করেননি, তারা হাফ ছেড়ে বাঁচতে পারেন। কারণ, নীতি গ্রহণ না করলেও আপনাদের কোনও সেবা থেকেই বঞ্চিত করা হবে না।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র সংবাদমাধ্যম দ্য ভার্জকে দেওয়া বিবৃতিতে বলেন, বিভিন্ন কর্তৃপক্ষ এবং ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা এখনও আমাদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করেনি তাদের জন্য কোনও কর্মসূচিই সীমিত করা হবে না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে অনড় থাকবে বলেও জানান তিনি।

সম্প্রতি দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে প্রস্তাবিত ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন’ কার্যকর হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে হোয়াটসঅ্যাপ। সে পর্যন্ত নতুন নীতি গ্রহণ করতে ব্যবহারকারীদের রিমাইন্ডার দিয়ে যাবে প্রতিষ্ঠানটি। তবে কোনও ফিচার অকার্যকর করবে না। ভারতের এক সরকারি কর্মকর্তাও এমনটিই জানান।

হোয়াটসঅ্যাপ এরইমধ্যে তাদের অফিসিয়াল সাপোর্ট পেজে এ বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রাইভেসি পলিসি আপডেটের কারণে কেউই তাদের অ্যাকাউন্ট হারাবেন না। এমনকি কোনও ফিচার থেকেও বঞ্চিত হবেন না ব্যবহারকারীরা।

ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্মটি বলছে, বেশিরভাগ ব্যবহারকারী তাদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করেছেন। যারা গ্রহণ করেনি তারাও কোনও জটিলতার সম্মুখীন হবেন না। তবে এ বিষয়ে নিয়মিত নোটিফিকেশন পাবেন।

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস’ ফেসবুকে শেয়ার করা যাবে যেভাবে
হোয়াটসঅ্যাপে গ্যালারির ছবি দিয়ে হবে স্টিকার
কখন হোয়াটসঅ্যাপে ছিলেন সেটা কাউকে না জানানোর উপায়
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!