X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনার কোপা আমেরিকা গেলো ব্রাজিলে

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২১, ২১:১৬আপডেট : ১২ জুন ২০২১, ০০:৩৪

শুরুতে আয়োজক ছিল দুই দেশ- আর্জেন্টিনা ও কলম্বিয়া। পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে আয়োজকের তালিকা থেকে কাটা যায় কলম্বিয়ার নাম। ভাবা হচ্ছিল, এককভাবে কোপা আমেরিকা হতে যাচ্ছে আর্জেন্টিনায়। কিন্তু না, করোনাভাইরাস পরিস্থিতিতে তাদেরও নাম কাটা পড়ে। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকতে আয়োজক দেশ ‘নিশ্চিহ্ন’ হয়ে যাওয়ায় কোপা আমেরিকা নিয়ে সংশয় জন্মে। তবে সব সংশয় দূর করে লাতিন আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) নিশ্চিত করেছে, ২০২১ কোপা আমেরিকার নতুন আয়োজক ব্রাজিল।

অর্থাৎ, টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজন করতে যাচ্ছে সাম্বার দেশ। আগের সূচিতেই হবে কোপা আমেরিকা। তবে ভেন্যু ও ম্যাচ-ডে নতুন করে জানানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কনমেবল।

গত বছর হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতায় স্থগিত করা হয়েছিল। কিন্তু এ বছর সময় যত এগিয়ে আসছিল, তত বেশি প্রতিযোগিতা নিয়ে শঙ্কার মেঘ জন্মাতে থাকে। অন্যতম আয়োজক কলম্বিয়ায় সরকার ও আন্দোলনকারীদের সংঘর্ষে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় দেশটির ফুটবল ফেডারেশন টুর্নামেন্ট আয়োজনের অবস্থান থেকে সরে দাঁড়ায়। এরপর আর্জেন্টিনায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় কনমেবল সেখান থেকেও কোপা আমেরিকা সরিয়ে নেয়।

এরপর জরুরি বৈঠক ডেকে ২৪ ঘণ্টার মধ্যে নতুন আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করেছে লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘২০২১ সালের কোপা আমেরিকা হবে ব্রাজিলে। শুরু ও শেষের তারিখ নিশ্চিত করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ভেন্যু ও সূচি জানিয়ে দেবে কনমেবল।’

কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দেশ আয়োজক হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি সেই ইতিহাস গড়তে দিলো না। এককভাবে ব্রাজিলে হতে যাওয়া আসরটি ১৩ জুন শুরু হয়ে চলবে ১০ জুলাই পর্যন্ত। এবার দিয়ে ষষ্ঠবার কোপার আয়োজক সাম্বার দেশ। আয়োজক হিসেবে আগের পাঁচবারের সবক’টিতে শিরোপা জিতেছে তারা। সবশেষটি গতবার ২০১৯ সালে, ফাইনালে পেরুকে হারিয়েছিল ৩-১ গোলে।

/কেআর/
সম্পর্কিত
কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার কোচ থাকছেন স্ক্যালোনি
কোপা আমেরিকাআর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু
কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি