X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাবি খুলতে রোডম্যাপ ঘোষণার দাবি প্রগতিশীল জোটের

ঢাবি প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৪:২৭আপডেট : ০১ জুন ২০২১, ১৪:৩২

অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খুলে দেওয়ার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোটের ঢাবি শাখা। মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয় খোলার রোড়ম্যাপ ঘোষণাসহ ৩ দফা দাবি জানায় সংগঠনটি।

তাদের অন্য দুটি দাবি হলো, হল খুলে পরীক্ষা নেওয়া এবং শিক্ষা-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকা দেওয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাবি শাখার সদস্য সুহাইল আহমেদ শুভ এবং সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।

প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ সমাবেশে সমাতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদ) ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘১৩ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কিছুই জানানো হয়নি। অথচ প্রশাসনের উচিত ছিল আগে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানেন কীভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হয়, কীভাবে স্বাস্থ্য সুরক্ষা করতে হয়। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়েই সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহজ। আমি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে আন্দোলন করার জন্য আহ্বান জানাচ্ছি।’

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘আজ আমরা এখানে তিন দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করতে হবে। যে পরীক্ষাগুলো আটকে আছে, যে সেশনজট তৈরি হয়ে আছে; হল খুলে দিয়ে তা কাটাতে হবে। ক্যাম্পাস খোলার আগে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার টিকা নিশ্চিত করতে হবে। যখন অনলাইন ক্লাস শুরু হওয়ার কথা বলা হয়েছে, তখন আমরা বলেছি বাংলাদেশের বাস্তবতায় তা অমূলক। আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইন পরীক্ষা হওয়া সম্ভব না। সুতরাং পরীক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নিতে হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন