X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

একনেকে অনুমোদন পেলো বিজিবির নতুন অবকাঠামো নির্মাণ কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২১:৫৫আপডেট : ০১ জুন ২০২১, ২১:৫৬

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন (বিজিবি-৬২) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (১ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে একে যুক্ত হন। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ২১ লাখ আট হাজার টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) এই প্রকল্পের কাজ করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুরি এলাকায় বিজিবির নতুন সৃষ্টি করা ৬২ ব্যাটালিয়নের সদস্যদের বসবাস এবং অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য নিরাপদ ও সুরক্ষিত অবকাঠামো নির্মাণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উদ্যোগে বিজিবি এ প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

প্রকল্পের প্রধান কার্যক্রম সমূহ
ক) আবাসিক ভবন (অধিনায়কের বাসভবন, কমিশন্ড অফিসার্স মেস, কমিশন্ড অফিসার্স কোয়ার্টার, জুনিয়র কমিশন্ড অফিসার্স মেস, জুনিয়র কমিশন্ড অফিসার্স আবাসিক ভবন, সৈনিক মেস, অন্যান্য পদধারীদের আবাসিক ভবন ও চতুর্থ শ্রেণির আবাসিক ভবন ১১টি, (খ) অনাবাসিক ভবন (অফিস ভবন, সৈনিক ডাইনিং ও কুক হাউজ) ৫টি, (গ) রাস্তা ১টি (৩.২৭ কিলোমিটার), (ঘ) পানির লাইন ১টি (৩০৪৯ মিটার), (ঙ) গভীর নলকূপ ১টি (২০০ মিমি ও ৪০০ মিমি), (চ) বৈদ্যুতিক লাইন ১টি (২৪৩৮ মিটার), (ছ) অন্যান্য অবকাঠামো (এমটি গ্যারেজ, এমআই রুম, কোয়ার্টার গার্ড, ম্যাগাজিন, মাল্টিপারপাস শেড, ট্রেনিং শেড, বাউন্ডারি ওয়াল গেটসহ, মসজিদ, ক্যান্টিন, আরপি পোস্ট) ১৬টি, (জ) ভূমি উন্নয়ন (২৪.৮০ একর), (ঝ) বৈদ্যুতিক স্থাপনা (সাবস্টেশন ও জেনারেটর) ৩টি,(ঞ) লিফট ২টি, এবং (ট) প্রশিক্ষণ মাঠ, খেলার মাঠ, ড্রিল গ্রাউন্ড, পার্ক ইত্যাদি।

পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণতা
প্রকল্পটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনায় বর্ডার গার্ড বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ রয়েছে।

পরিকল্পনা কমিশনের মতামত
প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য ব্যাটালিয়নে অফিস, সৈনিক ব্যারাকসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা সম্ভব হবে। এ বিবেচনায় প্রকল্পটি অনুমোদনযোগ্য।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
একনেকে ১১টি প্রকল্প অনুমোদন
এডিপির আকার কমলো ১৮ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক