X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ জুন ২০২১, ১৭:৪৩আপডেট : ০২ জুন ২০২১, ২২:১৩

বগুড়ার শিবগঞ্জে সপ্তম শ্রেণির আবাসিক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে পুলিশ মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুর রহমান মিন্টুকে (৩২) গ্রেফতার করেছে। মঙ্গলবার (১ জুন) রাতে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক জানান, ওই শিক্ষক আরও একাধিক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে জানা গেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, মাওলানা আবদুর রহমান মিন্টু শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পারলক্ষ্মীপুর চাঁনপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। তিনি স্থানীয় বানাইল কলেজপাড়ায় হজরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক। আবাসিক ওই মাদ্রাসায় ১২-১৩ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকে। ওই রুমের পাশেই পরিবার নিয়ে বসবাস করেন শিক্ষক মাওলানা আবদুর রহমান মিন্টু। গত ৩০ মে রাতে খাওয়ার পর ছাত্রীরা সবাই ঘুমিয়ে পড়ে। রাত প্রায় আড়াইটার দিকে মাওলানা মিন্টু হলরুমে প্রবেশ করেন। তিনি ওই ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন এবং কাউকে না জানাতে হুমকি দেয়। পরদিন ছাত্রী ফোনে ধর্ষণের বিষয়টি পরিবারকে জানালে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ১ জুন বিকালে ছাত্রীর বাবা শিবগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসমত উল্লাহ ও তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক জানান, প্রযুক্তি ব্যবহার করে রাতেই শিবগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত মাওলানা মিন্টুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। তিনি পুলিশকে আরও জানিয়েছেন, এর আগেও একই কায়দায় দুই-তিন জন ছাত্রীকে ধর্ষণ করেছেন। বুধবার আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতা থাকায় আগামী ৭ জুন ডাক্তারি পরীক্ষা হবে তার। আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হবে। প্রয়োজনে ওই শিক্ষককে রিমান্ডে এনে ছাত্রীদের ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘দুর্নীতিবাজ’ সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
আগুনে বিলীন ২৫০ মাদ্রাসাশিক্ষার্থীর পাঠকেন্দ্র
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক