X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা উপকূলে ডুবছে তেলভর্তি জাহাজ, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২১, ১৮:৪৭আপডেট : ০২ জুন ২০২১, ১৮:৪৮
image

শ্রীলঙ্কা উপকূলে ডুবে যাচ্ছে রাসায়নিক ভর্তি একটি কার্গো জাহাজ। আর এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরে নিবন্ধিত এক্স-প্রেস পার্ল নামের জাহাজটির আগুন এই সপ্তাহে নিয়ন্ত্রণে আনা হয়। তার আগে প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকে। এটি ডুবে গেলে এর জ্বালানি ট্যাংক থেকে শত শত টন তেল সাগরে ছড়িয়ে পড়তে পারে। আর তাতে বিপর্যস্ত হবে আশেপাশের সামুদ্রিক পরিবেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জাহাজটির আগুন নেভাতে এবং ডুবে যাওয়া ঠেকাতে গত কয়েক দিন ধরেই যৌথভাবে কাজ করছে শ্রীলঙ্কা এবং ভারতের নৌবাহিনী। কিন্তু উত্তাল সমুদ্র এবং মৌসুমী বাতাসের কারণে ব্যাহত হচ্ছে সেই অভিযান।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইন্দিকা সিলভা বলেন, ‘জাহাজটি ডুবে যাচ্ছে। উদ্ধারকারীরা ডোবার আগে জাহাজটিকে গভীর সমুদ্রে পাঠানোর চেষ্টা করছে যাতে সমুদ্র দূষণের ক্ষয়ক্ষতি অপেক্ষাকৃত কম হয়। কিন্তু জাহাজটির পেছনের অংশ ভেঙে গেছে।’

পরিবেশবিদ ড. অজন্তা পেরেরা বিবিসিকে বলেছেন জাহাজ ডুবির এই ঘটনা পরিবেশের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। তিনি বলেন, ‘বিপজ্জনক সব পণ্য, নাইট্রিক এসিড এবং অন্যান্য সব পণ্য এবং তেল নিয়ে জাহাজটি যদি ডুবে যায় তাহলে এটি সমুদ্রের পুরো তলদেশ মূলত ধ্বংস করে দেবে।’ তিনি বলেন, ‘গভীর সমুদ্রে ডুবিয়ে দেওয়ার আগে জাহাজটি পরীক্ষা করে দেখতে ডুবুরিদের পাঠানো উচিত’।

জাহাজটি ডুবতে শুরু করার পর শ্রীলঙ্কার সবচেয়ে প্রাচীন বিচগুলোর একটি নেগোমবো শহরের কাছে উপকূলে ইতোমধ্যে তেল ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। দেশটির মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, নেগোমবো এবং আশেপাশের এলাকার প্রাণ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। পানাদুরা থেকে নেগোমবো পর্যন্ত মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার কর্মকর্তাদের বিশ্বাস নাইট্রিক এসিড লিক হওয়া থেকেই জাহাজে আগুন লাগে। গত ১১ মে থেকে জাহাজের কর্মীরা ওই লিকের বিষয়ে জানতেন। জাহাজটির মালিক কোম্পানি এক্স-প্রেস শিপিং নিশ্চিত করেছে যে কর্মীরা লিকের বিষয়ে জানতো। কিন্তু আগুন শুরু হওয়ার আগে কাতার ও ভারত জাহাজটিকে নিজেদের সীমানায় প্রবেশের অনুমতি দেয়নি। পরে শ্রীলঙ্কা এটিকে প্রবেশের অনুমতি দেয়। আর তা নিয়ে দেশটিতে ক্ষোভ দেখা যাচ্ছে।

জাহাজটির ক্যাপ্টেনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দেশটির কর্মকর্তারা। ক্যাপ্টেনসহ জাহাজের কর্মীদের গত সপ্তাহে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জাহাজটির ক্যাপ্টেন এবং প্রকৌশলীকে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ক্যাপ্টেন এবং প্রকৌশলীর শ্রীলঙ্কা ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির একটি আদালত।

/জেজে/
সম্পর্কিত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
শ্রীলঙ্কায় রেস কার দুর্ঘটনায় নিহত ৭
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ