X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গাজীপুর ও বগুড়ায় সড়কে ঝরলো ৪ প্রাণ

গাজীপুর ও বগুড়া প্রতিনিধি:
০৩ জুন ২০২১, ১৯:২৯আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:৪০

গাজীপুর ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গাজীপুর সদর ও কালীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন এবং বগুড়ার কাহালু ও শেরপুরে দুর্ঘটনায় আরও দুই জন নিহত হন।

গাজীপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় এবং দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ের সড়কের উলুখোলা (রাথুরা) এলাকার দর্জি বাড়ি স্থানে দুটি দুর্ঘনা ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার কিশোর মারুফ হোসেন (১৩) নিহত ও চালক আহত হন। নিহত মারুফ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মানিকের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, দুপুরে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র মিরাজ উদ্দিন আকন্দ (২০) নিহত হন। নিহত মিরাজ উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের প্রবাসী সাদিকুর রহমান আকন্দের ছেলে। সে স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ নিহত উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান, ট্রাক ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি জানান, বুধবার (২ জুন) রাতে বগুড়ায় কাহালুতে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক ও শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরবাইকচালক নিহত হয়েছেন। এ সময় এক দম্পতি আহত হন। শেরপুর হাইওয়ে ও কাহালু থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের সামসুর রহমানের ছেলে ও ডিএস কেজি মাদ্রাসার শিক্ষক জুবায়ের রহমান মামুন (৩৮) এবং ঢাকার খিঁলগাঁও এলাকার আবদুল মোত্তালেবের ছেলে শাহাদত হোসেন (৫০)। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 

/টিটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি