X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডা. সাবিরা হত্যাকাণ্ড: জিজ্ঞাসাবাদে আটক সবাইকে ছেড়ে দেয়া হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৯:৫৭আপডেট : ০৩ জুন ২০২১, ২০:২৮

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক সাবিরা রহমান লিপি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এখন পর্যন্ত কোনও ক্লু পায়নি পুলিশ। এ ঘটনায় ডা. সাবিরা রহমানের পরিবারের সদস্য ছাড়াও প্রায় ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক মোহাম্মদ শরিফুজ্জামান।

তিনি বলেন, সব বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এমন কোনও কিছু বলা উচিত হবে না যেখানে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে কোনও তথ্য পাওয়া গেছে কিনা প্রশ্নের জবাবে শরিফুজ্জামান বলেন, আমরা বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করছি। তদন্তের প্রয়োজনে তাদের ছাড়াও যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে রহস্য উদঘাটনে আমরা এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারিনি।

ডা. সাবিরা হত্যাকাণ্ডের বিষয়ে কলাবাগান থানায় এরইমধ্যে তার মামাতো ভাই রেজাউল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেন, আমার বোনের মরদেহ দেখে এবং ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি, গত ৩০ মে রাত আনুমানিক ১০টা থেকে পরদিন ৩১ মে সকাল ১০টার মধ্যে অজ্ঞাতনামা আসামিরা আমার বোন ডা. সাবিরা রহমান লিপিকে ছুরিকাঘাত ও তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা গলা কেটে হত্যা করে। হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত এবং আলামত নষ্ট করতে তার শরীর ও বিছানায় আগুন ধরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয় অজ্ঞাত আসামিরা।

এর আগে সোমবার (৩১ মে) সকালে কলাবাগান ফার্স্ট লেনের একটি বাসা থেকে চিকিৎসক সাবিরার রক্তাক্ত ও দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সিআইডি কর্মকর্তারা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে ডাক্তার সাবিরা রহমান লিপিকে। হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে আগুন লাগিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে একটি নাটক সাজানো হয় বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
টিপু-প্রীতি হত্যা: ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৫ এপ্রিল
‘ইলিশ মাছ রান্না না করায়’ মাকে হত্যা করলো ছেলে
জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা: ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়