X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কেন্দ্রের নোটিশের জবাব দিলেন আলাপন

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ১১:২৮আপডেট : ০৪ জুন ২০২১, ১১:২৮
image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিরোধের কেন্দ্রে থাকা পশ্চিমবঙ্গের আমলা আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের নোটিশের জবাব দিয়েছেন। গত সপ্তাহে আলাপন প্রধানমন্ত্রীর একটি বৈঠকে উপস্থিত থাকেননি বলে অভিযোগ তুলে তাকে নোটিশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যসচিব আলাপন তার জবাবে জানিয়েছেন তিনি বৈঠক এড়াননি বরং যতক্ষণ মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন ততক্ষণ তিনিও সেখানে উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে পশ্চিমবঙ্গের কালাইকুন্ডায় ঘূর্ণিঝড় ইয়াশ পরবর্তী পর্যালোচনা বৈঠক করেন নরেন্দ্র মোদি। ওই বৈঠকে হাজির না থাকার অভিযোগ তুলে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় কেন্দ্রীয় সরকার। তার আগে মেয়াদ শেষে অবসরে যেতে থাকা আলাপনকে দিল্লিতে রিপোর্ট করতে বলা হয়। কিন্তু তিনি অবসরের আবেদন জানালে তা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা। পরে তাকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় রাজ্য সরকার।

কেন্দ্রীয় সরকারের পাঠানো নোটিশের জবাবে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা অনুসারে তিনি প্রধানমন্ত্রীর বৈঠক থেকে দীঘা শহরে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে যান।

উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি আকাশ থেকে দেখার পর গত শুক্রবার কালাইকুন্ডায় পর্যালোচনা বৈঠক করেন নরেন্দ্র মোদি। সেখানে সামান্য সময় নিজের টিম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে বিজেপিতে সদ্য যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর উপস্থিতির বিরোধিতা করে সেখান থেকে চলে যান মমতা। মুখ্যমন্ত্রীর দাবি তার নির্ধারিত অন্য বৈঠক রয়েছে আর প্রধানমন্ত্রীর অনুমতিতেই সেই বৈঠক থেকে চলে যান তিনি।

/জেজে/
সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া