X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লিচু বেচে দোতলা বাড়ি!

জামালপুর প্রতিনিধি
০৪ জুন ২০২১, ১২:২১আপডেট : ০৪ জুন ২০২১, ১২:২১

পড়াশোনা শেষ করে অন্যদের মতো চাকরির পেছনে ছোটেননি জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামের আব্দুস সেলিম। বাবা আব্দুল কাদেরের সঙ্গে কথা বলে নিজেদের জমিতে গড়ে তোলেন লিচুর বাগান। সেই বাগানে বিষমুক্ত লিচু চাষ করে ভাগ্যবদল করেছেন সেলিম। লিচু বিক্রির টাকা দিয়েই তিনি গড়েছেন দোতলা বাড়ি। নরুন্দি বাজারে গড়ে তুলেছেন অত্যাধুনিক ডায়াগনোস্টিক সেন্টার। পাশাপাশি বাজারে দিয়েছেন হোমিওপ্যাথি ওষুধের চেম্বার।

নিজের ভাগ্যবদলের গল্প করতে গিয়ে সেলিম বলেন, নিজ হাতে গড়ে তোলা বাগানের গাছে কখনও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য কিংবা কীটনাশক ব্যবহার করিনি। শুধুমাত্র বাগানে জৈব সার ব্যবহার করেই বিষমুক্ত উন্নত বারি-৪ জাতের লিচু ফলানো হয়। আর তাই এই লিচু সারা জেলায় জনপ্রিয়। সেই লিচুর টাকায় গুরে গেছে আমার ভাগ্যের চাকা।

জানা যায়, আব্দুস সেলিম ২০১৩ সালে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। এর কয়েক বছর আগে তিনি ২০১০ সালে বাবার এক একর জমির ওপর গড়ে তোলেন বিশাল লিচু বাগান। লিচু পাকানো ও লিচুর রঙ সুন্দর করার জন্য অনেকেই বাগানে রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন, তবে সেলিম এর ঘোর বিরোধী। অবশ্য ফলনের শুরুতে পোকামাকড়ের আক্রমণ থেকে ফলন রক্ষায় সামান্য কীটনাশক প্রয়োগ করেন বলে জানান তিনি। তার বাগানে ১২০টি লিচুর গাছ রয়েছে। চলতি বছর প্রতিটি গাছেই ফলনও হয়েছে বেশ।

দেশের বিভিন্ন স্থানে যায় সেলিমের বাগানের বিষমুক্ত লিচু সেলিম জানান, বাগানের লিচু ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। চলতি বছরের ২০ মে থেকেই সেলিম তার বাগানের লিচু বিক্রি শুরু করেছেন। কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মওসুমে বাগান থেকে চার লাখ টাকা আয় করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেন, লিচু বাগানের ওপর যুব উন্নয়ন অধিদফতরসহ বিভিন্ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহন করেছি। গেলো বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের ওপর এক মাসের প্রশিক্ষণও নিয়েছি।

বিষমুক্ত লিচু দিয়ে নিজের ভাগ্যবদলের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সেলিম। তার বাগানে লিচু সংগ্রহ ও পরিচর্যায় ১০ জন শ্রমিক কাজ করছেন। পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে সুলতান মিয়া, মতি মিয়া ও মোতালেব মিয়া বলেন, আগে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতাম। আর এখন লিচু বাগান হওয়াতে এখানেই কাজ করি। এখন আর বাইরে কাজ খুঁজতে হয় না।

সেলিম জানান, বাগানে সার প্রয়োগের জন্য ৩০ হাজার টাকার মতো ব্যয় হয়। এছাড়া রাতের বেলায় বাগানের লিচু রক্ষায় তিনিই প্রতিদিন রাত জেগে পাহারা দেন। দেশের বিভিন্ন স্থান থেকে ডাক্তার, শিক্ষক ও চাকরিজীবীরা মওসুম শুরুর আগেই লিচু নিতে যোগাযোগ করেন বলে জানান সেলিম। 

এদিকে সেলিমের লিচু বাগান দেখে তার মতো অনেকেই ঘুরে দাঁড়ানোর আশা করছেন। ইতোমধ্যে মোফাজ্জল হোসেন, আব্দুস সামাদ ও ইসমাইল হোসেনসহ অনেকেই লিচুর বাগান করেছেন। তবে তাদের লিচু বাগানের গাছ এখনও ছোট। আরও কয়েক বছর লাগবে ফলন আসতে।

জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির বলেন, বারি-৪ জাতের লিচু ২০০৮ সাল থেকে চাষাবাদের অনুমতি পায়। রসালো ও সুস্বাদু এই লিচু জাতটি আবাদ করে কৃষকেরা ইতোমধ্যে ভালো ফল পেয়েছে। উচ্চ ফলনশীল বারি-৪ জাতের একটি লিচু গাছে প্রতি বছর পাঁচ হাজার লিচু পাওয়া যায়। ফলে যে কেউ এই জাতের লিচুর আবাদ কলে স্বাবলম্বী হতে পারবেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী