X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাজেটে অর্থনৈতিক বৈষম্য নিরসনের প্রতিফলন নেই: গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ১৫:৩৩আপডেট : ০৪ জুন ২০২১, ১৫:৩৮

দেশে দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা ‘বৃদ্ধি পাওয়া’ ও ‘মারাত্মক অর্থনৈতিক বৈষম্য’-এর মতো সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি বলে মনে করছে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট। দেশের পোশাকসহ সকল শ্রমিকদের জন্য রেশন, বিনামূল্যে চিকিৎসা, স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করতে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৪ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের শ্রম অধিকারের মারাত্মক সংকোচন, প্রাতিষ্ঠানিক শ্রমিকের পরিমাণ বৃদ্ধি পাওয়া, মারাত্মক অর্থনৈতিক বৈষম্য, দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মত সংকট নিরসনের কোন সুস্পষ্ট উদ্যোগ উত্থাপিত বাজেটে প্রতিফলিত হয়নি। বাজেটের আকার বাড়লেও শ্রমিকদের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ, অসুস্থতায় চিকিৎসার নিশ্চয়তা কিংবা স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করার জন্য বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি।

তারা বলেন, করোনাকালে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি যে প্রকৃত ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের কাছে পৌঁছায়নি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে তা সুস্পষ্ট। তাই সুনির্দিষ্টভাবে খাতভিত্তিক বরাদ্দ দিয়ে রেশন প্রদানের ব্যবস্থা করা ছাড়া ও এমএস কিংবা টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে কর্মরত শ্রমিককের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায় না। আর শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে, তাদের জীবনমানের উন্নয়ন না ঘটিয়ে, তাদের উৎসাহিত করতে প্রণোদনামূলক পদক্ষেপ না নিয়ে, ন্যায্য মজুরি নিশ্চিত না করে- শুধু মালিকদের পৃষ্ঠপোষকতা করে মানসম্মত উৎপাদন কিংবা সামাজিক স্থিতিশীলতার স্বপ্ন দেখা হলো প্রচণ্ড নিপীড়ন চালিয়ে শ্রমিকের দাবি দমন করা।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক হাসনাত কবির প্রমুখ।

এসএস/ইউএস
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি