X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এই গরমে একটু ভালো থাকতে

মুনিয়া মৌরিন মুমু, পুষ্টিবিদ
০৫ জুন ২০২১, ০৮:০০আপডেট : ০৫ জুন ২০২১, ০৮:০০

গরমে হঠাৎ করেই দেখা দিতে পারে অসুস্থতা। হিটস্ট্রোকও আজকাল বেশ সাধারণ ঘটনা। মাত্রাতিরিক্ত তাপমাত্রায় শরীরকে মানিয়ে সুস্থ থাকাটা তাই বেশ জরুরি।

 

খাবারের তালিকায় যা থাকবে

এমন সব খাবার তালিকায় রাখতে হবে যা শরীরের হাইড্রেশন লেভেল ঠিক রাখবে। তালিকায় যোগ করতে হবে বেশি শাক-সবজি বা ফল। সবজি ও ফল মানেই পানি। বেশি পানি পাওয়া যাবে লাউ, পেঁপে, ঝিঙা, চিচিঙ্গা, কাকরোল, পটল জাতীয় সবজিতে। ফলের মধ্যে বেশি খেতে হবে বাঙ্গি, তরমুজ, আনারস, লিচু, জামরুল।

তীব্র গরমে সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। তাই প্রতিদিন অন্তত একটি করে সাইট্রাস ফল যেমন লেবু, মালটা, কমলা, আমড়া, জাম্বুরা খাওয়ার অভ্যাস করুন। এটি ক্লান্তি দূর করবে। শরীরে শক্তি যোগাবে।

কোল্ড ড্রিংকসে একেবারে না বলে দিন। ওটার বাজেটে একটা ডাব খেতেই পারেন। সঙ্গে পাবেন ডাবের উপাদেয় শাঁস। পানিশূন্যতা রোধে এবং ইলেকট্রোলাইট ব্যালান্সে ডাবের পানির চেয়ে ভালো কিছু হতেই পারে না। তবে যাদের শরীরে সোডিয়াম বা পটাসিয়াম বেশি থাকে তারা ডাবের পানি খাবেন পরিমিত মাত্রায়।

 

আপাতত এসব দূরে থাক

গরমে ডিহাইড্রেশনের অন্যতম কারণ ডাই-ইউরেটিক জাতীয় খাবার অতিমাত্রায় গ্রহণ করা। কারণ এ জাতীয় খাবার শরীর থেকে পানি বের করে দেয়। যেমন- চা কিংবা কফি। গরমে এগুলো পান করা কমিয়ে দিন। পরিবর্তে  ঘরে বানানো চিনি ছাড়া লাচ্ছি বা ফলের শরবত খান।

ভাজা-পোড়া, জাঙ্ক ফুডের কথাও ভুলে যান। এ জাতীয় খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এ ছাড়াও এগুলোতে একটু বেশিই ক্যালরি থাকে। গরমে ওজন বাড়ানোর কী দরকার! এ ছাড়া সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে বলে পরিপাকতন্ত্রেও চাপ ফেলে এগুলো।

 

মেনে চলা জরুরি

  • সকাল ১১ থেকে দুপুর ৩টা; এ সময়ে সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলুন। বাইরে গেলে অবশ্যই ছাতা এবং সানগ্লাস ব্যবহার করুন।
  • সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি পান করবেন না। একান্তই ইচ্ছে করলে ২০ ভাগ ঠান্ডা পানির সঙ্গে ৮০ ভাগ স্বাভাবিক পানি মিশিয়ে নিতে পারেন।
  • সাধারণ ব্যয়ামের রুটিনে পরিবর্তন আনুন। ভারী ব্যায়মের দরকার নেই এই সময়।
  • শীতাতপ নিয়ন্ত্রিত রুম থেকে সরাসরি সূর্যের প্রখর তাপে যাবেন না। বাইরে যাওয়ার আগে শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।

 

লেখক: নিউট্রিশনিস্ট, বায়োজিন কসমেসিউটিক্যালস,  এক্স-ডায়েটিশিয়ান, ভাইবস হেল্থ কেয়ার বাংলাদেশ, এক্স-নিউট্রিশনিস্ট, বেক্সিমকো ফার্মা ডায়েট কেয়ার ডিভিশন।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি