X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজের ৫ উইকেট, ফের ব্যর্থ সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ২১:৪০আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৪০

ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার গল্প লিখে চলছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যর্থতা ঢাকা লিগেও বয়ে চলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যদিও তার ব্যাটিং ব্যর্থতার পরও জয়ের ধারাতেই আছে মোহামেডান। শনিবার (৫ জুন) তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে ২৭ রানে জিতেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিবের ব্যর্থতার দিনে মোস্তাফিজ আলো ছড়িয়েছেন। ২২ রান খরচায় তুলে নিয়েছেনে মোহামেডানের ৫ উইকেট।

ব্যাটসম্যান সাকিব ব্যর্থতার বৃত্তে আটকে থাকলেও মোহামেডান ঠিক পথেই রয়েছে। আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংককে ১৫১ রানের লক্ষ্য দেয় ঐতিহ্যবাহী ক্লাবটি। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে পথ হারায় প্রাইম ব্যাংক। তামিম ইকবাল, এনামুল হক, রনি তালুকদার, মোহম্মদ মিঠুনদের ব্যর্থতায় ৩ বল হাতে রেখেই ১২৩ রানে অলআউট হয় তামিম ইকবালের দল। ২ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে মিঠুনের ব্যাট থেকে। তামিম খেলেন ২০ বলে ২০ রানের ইনিংস।

এদিকে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে ভালোই করছেন সাকিব। ৪ ওভার বল করে ১৬ রান খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ নিয়েছেন তিনটি করে উইকেট।

এর আগে যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ করে মোহামেডান। ৩৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় পারভেজ ৫০ রান করে আউট হন পারভেজ। শামসুর রহমান ৩৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেছেন। মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে ২৩ রানের ইনিংস। সাকিব ১৫ বলে ২০ রানের ইনিংস খেলে মোস্তাফিজের বলে বোল্ড হন।

মোহামেডানের ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে না দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন মোস্তাফিজ। দুর্ভাগ্য তার, ৫ উইকেট নিয়েও দলকে জেতাতে পারলেন না। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। দীর্ঘ পাঁচ বছর পর ফের ৫ উইকেট পেলেন মোস্তাফিজ।

১৮তম ওভারে সাকিবকে দিয়ে শুরু হয় মোস্তাফিজের ৫ উইকেটের মিশন। মোস্তাফিজের বল স্কুপ করতে গিয়ে বোল্ড মোহামেডানের অধিনায়ক। এরপর একে একে শুভাগত হোম, শামসুর রহমান, আবু হায়দার ও তাসকিন আহমেদকে ফিরিয়ে ৫ উইকেটের কোটা পূরণ করেন।

টানা তিন জয়ে মোহামেডান পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। রান রেটে এগিয়ে থেকে মোহামেডানের ওপরে আবাহনীর অবস্থান। এদিকে তামিমের দল আগের দুটি জয়ে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চতুর্থ স্থানে।

/আরআই/এমআর/
সম্পর্কিত
মোস্তাফিজের অনাপত্তিপত্র ইস্যুতে দুই মেরুতে বিসিবি
আইপিএলের জন্য ছুটি বাড়লো মোস্তাফিজের
মোস্তাফিজকে অনেক আত্মবিশ্বাসী দেখাচ্ছে: গাভাস্কার
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া