X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বেড়েছে মৃত্যুহার, সন্ধ্যায় আসতে পারে লকডাউনের সিদ্ধান্ত

দিনাজপুর প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৫:১৪আপডেট : ০৬ জুন ২০২১, ১৫:১৪

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৬ জনে। মৃত্যুর তালিকায় দুই জন যুক্ত হওয়ায় চলতি মাসের ছয় দিনে মারা গেলেন আট জন। আর এই কয়দিনে মৃত্যুহার বেড়ে দাঁড়িয়েছে ৪.৪০ শতাংশ। গত মাসে শনাক্তের দিক দিয়ে মৃত্যুহার ছিল ৪.৩৬ শতাংশ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানাতে কঠোর সিদ্ধান্ত এবং একটি/দুটি উপজেলাকে কঠোর লকডাউনের আওতায় আনার কথা ভাবছে স্থানীয় প্রশাসন। রবিবার (৬ জুন) সন্ধ্যার পরপরই এমন সিন্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে, করোনা শনাক্ত হয় ৪০ জনের। শনাক্তের হার ২৪.৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

হিলি দিয়ে ভারতফেরতদের ৬ জনের করোনা পজিটিভ

হিসাব বলছে, চলতি মাসের গত ছয় দিনে দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এই ছয় দিনে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮২ জন। শনাক্তের বিবেচনায় মৃত্যুহার ৪.৪০ শতাংশ। গত মাসেও এই জেলায় শনাক্তের বিবেচনায় মৃত্যুহার ছিল ৪.৩৬ শতাংশ। অর্থাৎ জেলায় মৃত্যুহার বাড়ছে।

এখন পর্যন্ত জেলায় করোনায় মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে ৬৫ জনই সদরের। অর্থাৎ জেলার ১৩টি উপজেলার মধ্যে এই উপজেলায় মৃত্যুহার ৪৭.৮০ শতাংশ। আর মোট পাঁচ হাজার ৯৮৮ জন আক্রান্তের মধ্যে তিন হাজার ৩৮৫ জনই সদর উপজেলার। সেই হিসেবে এই উপজেলার আক্রান্তের হার ৫৬.৫৩ শতাংশ।

দিনাজপুরে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন রোগী। হোম আইসোলেশনে রয়েছেন ২৮৫ জন।

দিনাজপুর করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত আসতে পারে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক