X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তিন দফা দাবিতে ঢাবি উপাচার্যকে ৭ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৬:০৫আপডেট : ০৬ জুন ২০২১, ১৬:৪৭

রোডম্যাপ ঘোষণা করে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেওয়াসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। রবিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে দাবিনামা জমা দেন। এরআগে, সকাল সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীদের অন্য দাবি দুটি হলো- সকল বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা করে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ ও হল-ক্যাম্পাস খুলে পরীক্ষা নিতে হবে।

রবিবার নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচিতে বাংলা কলেজের শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন, ‘আমরা বার বার নীলক্ষেত মোড়ে আন্দোলন করে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সাড়া পাইনি। তারা বার বার কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন।’

‘বার বার ছুটি বৃদ্ধি ছাড়া পরিকল্পিত কোনও সিদ্ধান্ত আমরা কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি’ উল্লেখ করে রিয়াদ হোসেন বলেন, ‘১৪ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত দেয়া হয়েছে তা একটি দুধের বাচ্চাও বিশ্বাস করে না। যে শিক্ষার্থীরা হলে থাকেন, তারা হুট করে ঢাকায় এসে কোথায় থাকবেন? এক মাসের জন্য তাদের বাসা ভাড়া কে দেবে?’

এসময় বিক্ষোভকারীরা আগামী ১১ জুন নীলক্ষেত মোড়ে সংহতি সমাবেশ করারও ঘোষণা দেয়।

উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ‘করোনাকালে অনলাইন ক্লাস চালু করা হলেও তাতেও অধিকাংশ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। অনলাইন ক্লাসে আর্থিক সংকট, ডিভাইস সংকট ও নেটওয়ার্কের সমস্যার কারণে প্রায় অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি।’

এ কারণে ক্যাম্পাসগুলো বন্ধ রেখে অনলাইনে কার্যক্রম চালানোর ঘোষণার ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে, বলেও স্মারকলিপিতে জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, যেখানে অফিস-আদালত-মার্কেট-কারখানা সব খোলা রাখা হয়েছে, সেখানে করোনার অজুহাতে স্কুল-কলেজ বন্ধ রাখা অযৌক্তিক।

স্মারকলিপিতে বলা হয়, ‘ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বেশিরভাগ শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে এসে পড়াশোনা করে। হল, মেস ও সাবলেটে থেকে বিভিন্ন জায়গায় টিউশনি করে নিজের খরচ চালায় অনেকেই। আবার অনেকেই তাদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করে।

ভিসিকে স্মারকলিপি দিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, ভিসি মো. আকতারুজ্জামান তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, আলোচনা করে শিক্ষার্থীদের সিদ্ধান্ত জানাবেন।

/ইউএস/
সম্পর্কিত
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা